Logo
Logo
×

বিনোদন

সৃষ্টিকর্তার ওপর ভরসা করে এগিয়ে গেছি: অ্যানি খান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

সৃষ্টিকর্তার ওপর ভরসা করে এগিয়ে গেছি: অ্যানি খান

এক সময় অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন অ্যানি খান। নাটকের পাশাপাশি একটি সিনেমায়ও অভিনয় করেছেন। যদিও সিনেমাটি মুক্তি পায়নি। 

সর্বশেষ ২০১৯ সালের মার্চে ‘ইষ্টিকুটুম’ নামে একটি নাটকে অভিনয় করেন। এরপর তাকে আর নতুন কোনো নাটকে দেখা যায়নি। ধর্মীয় কাজে মনোনিবেশ করার পর অভিনয়কে বিদায় জানিয়েছেন তখন থেকে। 

এর পরপরই অ্যানি খান ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অনলাইনেই তার ব্যবসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফেসবুকে তার পেজের নাম ‘মাইসুন বাই অ্যানি খান’। 

এ প্রসঙ্গে অ্যানি খান বলেন, ‘নিজের সিদ্ধান্তে অভিনয়ের দুনিয়া থেকে সরে এসেছি। আমার ইচ্ছা ছিল অভিনয় ছেড়ে ব্যবসায় মনোযোগ দেব। সে অনুযায়ী ব্যবসা শুরু করি। সৃষ্টিকর্তার ওপর ভরসা করে এগিয়ে গেছি।’

অ্যানি খান ব্যবসা অভিনয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম