পরীমনি ও রাজ
|
ফলো করুন |
|
|---|---|
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে রাজের বিয়ে নিয়ে বেশ আলোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২২-এর অনেকটা জায়গাজুড়েই আলোচিত ছিলেন পরীমনি। এ ছাড়া এ বছর শোবিজের অনেকে বিয়ের পিঁড়িতে বসেছেন। তার মধ্যে আছেন পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম-সনি, প্রীতম-শেহতাজ ও পলাশের বিয়ে।
১. পূর্ণিমা-রবিন
বাংলা সিনেমার আলোচিত চিত্রনায়িকা পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসে বছরের ২১ জুলাই। মূলত ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় এটি তার দ্বিতীয় বিয়ে।
২. শরিফুল রাজ-পরীমনি
২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। তবে বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি ২০২২। এর পর ২১ জানুয়ারি হলুদ সন্ধ্যার পর ২২ জানুয়ারি পরিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হয়।
৩. বিদ্যা সিনহা মিম-সনি পোদ্দার
বিদ্যা সিনহা মিম ও সনি পোদ্দারের বিয়ে হয় বছরের ৪ জানুয়ারি। সনাতন ধর্ম রীতি মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ছয় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০২১ সালের ১০ নভেম্বর মিমের জন্মদিনে এই জুটির বাগদান হয়।
৪. প্রীতম-শেহতাজ
গায়ক প্রীতমের একটি গানে মডেল হয়েছিলেন অভিনেত্রী শেহতাজ। ওই গানের মাধ্যমেই তাদের পরিচয় এবং তার পর প্রেম। পরে ২৮ অক্টোবর বিয়ে করে এই জুটি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
৫. পলাশ-মেহনাজ
১৬ ডিসেম্বর বিয়ের কথা জানান 'ব্যাচেলর পয়েন্ট' দিয়ে পরিচিত পাওয়া অভিনেতা জিয়াউল হক পলাশ। তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ।
