Logo
Logo
×

বিনোদন

এবার ঘরে ঢুকে পেটানোর হুমকি দিলেন কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২ এএম

এবার ঘরে ঢুকে পেটানোর হুমকি দিলেন কঙ্গনা

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’কঙ্গনা রানাউত।একের পর এক ঝাঁঝালো মন্তব্যের কারণে সবার কাছে বিশেষ পরিচিত রয়েছে তার। 

বলিউডের সহকর্মীদেরও কটু মন্তব্য করতে ছাড়েন না তিনি।তার মেজাজ আক্রমণাত্বক।

তেমনই বেজায় চটে সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন তিনি। এবার কী অভিযোগ, কে তার নিশানায়?

কঙ্গনার এবারের অভিযোগটা গুরুতর। রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে দাবি করেন, তার ওপর নজরদারি চালানো হচ্ছে।  পরদিন সোমবার কঙ্গনা ফের লেখেন, ‘আমি রোববার নজরদারির অভিযোগ করার পর আজ দেখছি, কেউ আর আমার পিছু নিচ্ছে না।’

একই সঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ সেই পোস্টের একাংশে তিনি লেখেন, ‘চঙ্গু মঙ্গু গ্যাং তোমরা দেহাতি কারোর মুখোমুখি বোধহয় হওনি কখনও। ভালোয় ভালোয় শুধরে যাও, না হলে ঘরে ঢুকে পেটাব। আর যাদের মনে হয় আমি পাগল তারা তো জানোই আমি পাগল, তবে কতটা পাগল সেটা তো জানো না।'
 

কঙ্গনা হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম