Logo
Logo
×

বিনোদন

সুখবর দিলেন মিথিলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৮:৪৫ এএম

সুখবর দিলেন মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলায় সমান জনপ্রিয়। ভক্তদের নিয়ে বহুদিন পর সুখবর নিয়ে এলেন সৃজিতপত্নী।

এখন আগের মতো অভিনয়ে ব্যস্ততা নেই মিথিলার। তবে অভিনয় ছেড়ে দেননি। সর্বশেষ তার অভিনীত ‘অমানুষ’ নামে একটি সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। 

সিনেমাটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে এতে মিথিলার অভিনয় প্রশংসিত হয়েছে। 

জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন। অভিনয়ের নয়, নিজের কণ্ঠ দিয়ে নতুন যাত্রা শুরু করেছেন তিনি। তাও দেশের বাইরে। 

ভারতের রেডিও স্টেশন ‘রেডিও মিরচি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’। দীর্ঘদিন ধরে শ্রোতাদের মন জয় করে নিয়েছে এ জনপ্রিয় অনুষ্ঠানটি। 

এবার এ অনুষ্ঠানে নিজেকে তুলে ধরেছেন মিথিলা। শমীতা দাশগুপ্তের লেখা গল্প ‘মৌমাছির শোক’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। গল্পটি মূলত ‘ছায়া জগতের গল্প’ বই থেকে নেওয়া। এতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, তিনজন নারীকে ঘিরে এ গল্পের মূল কাহিনি। এ নাটকে মূল তিন নারী চরিত্রের একজনের কণ্ঠে অভিনয় করেছি আমি। আমার কণ্ঠ চরিত্রের নাম রোকসানা। অভিবাসী এক নারীর চরিত্র এটি। খুব ভালো লেগেছে কাজটি করতে। এমন কাজ আরও করতে পারলে নিজেকে আরও ধন্য মনে করব।’ এর মাধ্যমে মিথিলা এবারই প্রথম রেডিওর কোনো গল্পে কণ্ঠাভিনয় করেছেন।
 

মিথিলা জনপ্রিয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম