এতবড় সাহস তার কোথা থেকে হলো: শাকিব
jugantor
এতবড় সাহস তার কোথা থেকে হলো: শাকিব

  যুগান্তর প্রতিবেদন  

১৯ মার্চ ২০২৩, ১৩:৪৪:২৮  |  অনলাইন সংস্করণ

সম্প্রতি ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছেন প্রযোজক রহমত উল্লাহ।

এই অভিযোগের বিষয়ে এতদিন কোনো কথা বলেননি শাকিব খান। তবে শনিবার রাতে মানহানির মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন এই চিত্রনায়ক। সেখানেই তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খোলেন অভিনেতা।

শাকিব খান বলেন, উনি এই সিনেমার (অপারেশন অগ্নিপথ) প্রযোজক না, উনার সঙ্গে আমার কোনো কন্টাক্ট হয়নি। উনার সঙ্গে আমার ডিরেক্টর আশিকুর রহমানেরও কোনো কন্টাক্ট হয়নি। উনি প্রথম শুরুই করেছেন কিন্তু মিথ্যাচার দিয়ে এবং সব বানোয়াট। আমি যেটা মনে করি, তিনি পাঁচটা অ্যাসোসিয়েশনে অভিযোগ দিয়েছেন, নিশ্চয়ই এর সঙ্গে আরও অনেক লোক জড়িত আছে।

‘তিনি এই সিনেমার প্রযোজক না, তিনি কীভাবে কমপ্লেন করতে পারে এই সিনেমার প্রযোজক সেজে। এতবড় সাহস তার কোথা থেকে হলো। সে আমার শিল্পী সমিতিতে অভিযোগ করেছে, পরিচালক সমিতিতে করেছে, অন্যান্য অ্যাসোসিয়শনে করেছে।’

এই সিনেমার আসল প্রযোজকের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে শাকিব বলেন, ‘সেই সিনেমার প্রযোজক যখন এসব দেখতে পেয়েছেন, তার সঙ্গেও আমার কথা হয়েছে। তিনি বলেন, ‘সে কে? মানে রহমত উল্লাহ কে? আমার সিনেমার ঘাড়ে বন্দুক রেখে আপনার কাছে টাকা দাবি করছে।’

এতবড় সাহস তার কোথা থেকে হলো: শাকিব

 যুগান্তর প্রতিবেদন 
১৯ মার্চ ২০২৩, ০১:৪৪ পিএম  |  অনলাইন সংস্করণ

সম্প্রতি ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছেন প্রযোজক রহমত উল্লাহ। 

এই অভিযোগের বিষয়ে এতদিন কোনো কথা বলেননি শাকিব খান। তবে শনিবার রাতে মানহানির মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন এই চিত্রনায়ক। সেখানেই তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খোলেন অভিনেতা।

শাকিব খান বলেন, উনি এই সিনেমার (অপারেশন অগ্নিপথ) প্রযোজক না, উনার সঙ্গে আমার কোনো কন্টাক্ট হয়নি। উনার সঙ্গে আমার ডিরেক্টর আশিকুর রহমানেরও কোনো কন্টাক্ট হয়নি। উনি প্রথম শুরুই করেছেন কিন্তু মিথ্যাচার দিয়ে এবং সব বানোয়াট। আমি যেটা মনে করি, তিনি পাঁচটা অ্যাসোসিয়েশনে অভিযোগ দিয়েছেন, নিশ্চয়ই এর সঙ্গে আরও অনেক লোক জড়িত আছে।

‘তিনি এই সিনেমার প্রযোজক না, তিনি কীভাবে কমপ্লেন করতে পারে এই সিনেমার প্রযোজক সেজে। এতবড় সাহস তার কোথা থেকে হলো। সে আমার শিল্পী সমিতিতে অভিযোগ করেছে, পরিচালক সমিতিতে করেছে, অন্যান্য অ্যাসোসিয়শনে করেছে।’

এই সিনেমার আসল প্রযোজকের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে শাকিব বলেন, ‘সেই সিনেমার প্রযোজক যখন এসব দেখতে পেয়েছেন, তার সঙ্গেও আমার কথা হয়েছে। তিনি বলেন, ‘সে কে? মানে রহমত উল্লাহ কে? আমার সিনেমার ঘাড়ে বন্দুক রেখে আপনার কাছে টাকা দাবি করছে।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন