|
ফলো করুন |
|
|---|---|
বিভিন্ন অনুষ্ঠানে গান করার অভিজ্ঞতা আছে। বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয়ও করেছেন। তবে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন জেপি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুরতজা পলাশ।
আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাগর খানের পরিচালনায় ‘আমার স্বপ্ন তুমি’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
জয় পাগল স্টুডিওর ব্যানারে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন মানসী প্রকৃতি, টুটুল চৌধুরী, রেবেকা রউফ, মোহাম্মদ পারভেজ, অনীর্বাণ প্রমুখ। শনিবার রাজধানীর রামপুরার একটি হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে।
যুগান্তরকে দেওয়া এক প্রতিক্রিয়ার পলাশ বলেন, মঞ্চনাটকে অভিনয় করেছি। নিয়মিত গান করি। তবে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালাম। নতুন অভিজ্ঞতা অর্জন হলো। নাটকটিতে এমন কয়েকজন গুণী অভিনয়শিল্পীকে পেয়েছি, যারা আমাকে খুব সহায়তা করেছেন। সুন্দরভাবে কাজটা শেষ করতে পেরে ভালো লাগছে। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। আমাদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে।
মানসী প্রকৃতি বলেন, চমৎকার গল্পের একটি নাটকে অভিনয় করলাম। ‘আমার স্বপ্ন তুমি’ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী। আশা করি, দর্শকদের ভালো লাগবে। নতুন হিসাবে পলাশ ভাই খুবই ভালো অভিনয় করেছেন। তাকে দেখে কখনো মনে হয়নি যে, তিনি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
