Logo
Logo
×

বিনোদন

সমীরের সংগীতে রেশমী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:৫৫ পিএম

সমীরের সংগীতে রেশমী

সিনেমার জন্য নির্মিত একটি গানে সংগীত পরিচালক এস কে সমীরের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন রেশমী মির্জা। ‘হাবুডুব’ শিরোনামের এ গানটি মূলত আইটেম গান।

এটি ‘ফুলজান’ নামে একটি সিনেমায় ব্যবহৃত হবে। গানটির কথা লিখেছেন ও সুর দিয়েছেন সিনেমার পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু।

এ গান প্রসঙ্গে সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘এ সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। সিনেমার গান এর আগেও করেছি, কিন্তু আইটেম গান এটাই প্রথম। সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দরভাবে গানটি তৈরি করার। রেশমীও ভালো গেয়েছে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।

রেশমী মির্জা বলেন, ‘সিনেমার আইটেম গান প্রথমবার গাইলাম। এস কে সমীর ভাইয়ের সঙ্গেও এটাই আমার প্রথম কাজ। অত্যন্ত সুন্দর কাজ হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের মন জয় করবে।’ 

সমীরের সংগীতে রেশমী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম