Logo
Logo
×

বিনোদন

রণবীরের হাত না ধরায় যে গুঞ্জন ছড়াল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১০:৫৯ পিএম

রণবীরের হাত না ধরায় যে গুঞ্জন ছড়াল

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দীপিকা পাডুকোন ও রণবীর সিং গিয়েছিলেন মুম্বাইয়ে একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে। সেখানে গাড়ি থেকে নামার পর তাদের আচরণে কিছুটা ‘অসঙ্গতি’ দেখা যায়।

দুজনেই পরেছিলেন কালো পোশাক। স্ত্রীর জন্য রণবীর অপেক্ষা করছিলেন। দীপিকা গাড়ি থেকে নামার পর দেখে নেন নিজেদের পোশাক ঠিকঠাক আছে কি না। কয়েকজনের সঙ্গে কথাও বলেন তারা।

এরপর স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন রণবীর। দীপিকা দেখেও না দেখার ভান করেন, স্বামীর হাতও ধরলেন না। ক্যামেরার দিকে তাকিয়ে সামনে এগিয়ে গেলেন, পাশাপাশি চললেন রণবীর।

তাদের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর একজন নেটিজেন লিখেছেন, দীপিকা রণবীরের হাত ধরলেন না কেন! কিছু একটা চলছে তাদের মধ্যে।

আরেকজন লিখেন,মনে হচ্ছে তারা ডিভোর্সের পথে। দীপিকা এমন একটা ভাব দেখাচ্ছেন যেন তিনি সব পেয়ে গেছেন। ভুলেই গেছেন তার কঠিন সময়ে রণবীরকে পাশে পেয়েছিলেন। 

রণবীরের আরেক ভক্ত লেখেন, বেচারা রণবীর, রীতিমতো অবহেলিত। 

ভারতীয় তারকাদের মধ্যে ব্র্যান্ড ভ্যালুতে ক্রিকেটার বিরাট কোহলিকে হটিয়ে শীর্ষ স্থান দখল করেছেন রণবীর সিং। ব্র্যান্ড ভ্যালু নিয়ে ‘বিয়ন্ড দ্য মেইন স্ট্রিম’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আর্থিক ঝুঁকি ও সমাধানের পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্রল’। 

রণবীর হাত না ধরা দীপিকা গুঞ্জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম