Logo
Logo
×

বিনোদন

পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নওয়াজের, যে শর্তে রাজি আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০১:১৫ পিএম

পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নওয়াজের, যে শর্তে রাজি আলিয়া

নতুন বছরের তিন মাস পেরিয়েও চর্চায় নওয়াজ়উদ্দিন সিদ্দিকী ও স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ। গত বছর থেকে সূত্রপাত দাম্পত্য কলহ। সেই অভিযোগ গেছে আদালত পর্যন্ত। একে অপরের বিরুদ্ধে অনবরত অভিযোগ করেই চলেছেন। 

এবার সেই দাম্পত্যেই ইতি টানতে চলেছেন স্বামী-স্ত্রী। এই দাম্পত্য কলহের ফলে জনসমক্ষে নওয়াজের ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে, তাতে বিবাহবিচ্ছেদ ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না তিনি। তাড়াতাড়ি যাতে সব সমস্যার সমাধান হয়, সে জন্য আলিয়ার শর্ত মানতেও রাজি নওয়াজ়। 

আলিয়ার বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার করতে রাজি হয়েছেন অভিনেতা। ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে যে মামলা করেছিলেন তিনি, তা ফিরিয়ে নিতে রাজি হয়েছেন নওয়াজ়।

দিন কয়েক আগে স্ত্রী আলিয়া সিদ্দিকী ও ভাই শামস সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা করেন নওয়াজ়। সেখানে ১০০ কোটির টাকার ক্ষতিপূরণ দাবি করেন তিনি। তবে তার একদিনের মাথায় নিজের দাবি থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে সমঝোতা আবেদন জানান অভিনেতা নিজেই। 

জানা যায়, আলিয়াকে নাকি সেট্লমেন্ট ড্রাফটও পাঠিয়েছেন নওয়াজ়। আলিয়ার আইনজীবী দাবি করেন, সেই সমঝোতা প্রস্তাব পেয়েছেন তার মক্কেল। ওই প্রস্তাবে নাকি অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে প্রস্তুত তারা। 

তবে নতুন সমস্যা বেঁধেছে দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে। আলিয়ার দাবি, কিছুতেই দুই সন্তানকে নওয়াজ়ের সঙ্গে থাকতে দেবেন না তিনি। নওয়াজ় আবার দুই সন্তানের অভিভাবকত্ব দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন ইতোমধ্যে।

নওয়াজ আলিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম