Logo
Logo
×

বিনোদন

ইসলামের পাঁচ স্তম্ভ নিয়ে রায়হান ফারুকের গান ‘করো ইবাদাত’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৩:১১ এএম

ইসলামের পাঁচ স্তম্ভ নিয়ে রায়হান ফারুকের গান ‘করো ইবাদাত’

ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে গীতিকার হোসাইন নুরের কথায় কলরবের সিনিয়র শিল্পী রায়হান ফারুক গাইলেন ইসলামী সংগীত ‘করো ইবাদাত’।

ইসলামের মৌলিক ইবাদতের প্রতি উৎসাহিত করে লেখা উপদেশমূলক গানটি ইতোমধ্যে শ্রোতামহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

‘করো ইবাদাত’ রিলিজ উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে গ্রান্ড রিলিজ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফাতারের পর রায়হান ফারুকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে (Rayhan Faruk Kalarab) দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়।

গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন শিশু শিল্পী সিয়াম আহমেদ, সুর করেছেন রায়হান ফারুক নিজেই।

রায়হান ফারুক বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভ- কালিমা, নামাজ, রোজা, হজ্ব, জাকাতের প্রতি উৎসাহিত করে চমৎকার কথামালায় গানটি সাজিয়েছেন গীতিকার হোসাইন নুর। আশা করি এ সংগীতটি মানুষকে ইবাদতের প্রতি উৎসাহিত করবে।

গানটির অডিও কম্পোজিশন করেছেন এইচ আহমেদ, ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাঈম ইয়াহইয়া, ব্যবস্থাপনায় ছিলেন ওমর ফারুক ও মাহদি হাসান মাবরুর।
 

ইসলাম পাঁচ স্তম্ভ রায়হান ফারুক ইবাদাত’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম