মা দিবসের বিজ্ঞাপনে দেখা মিলবে বীথির

 বিনোদন প্রতিবেদন 
১২ মে ২০২৩, ০৯:৫৪ এএম  |  অনলাইন সংস্করণ

বিশ্ব মা দিবস (১৪ মে) উপলক্ষ্যে নির্মিত একটি বিজ্ঞাপনের মডেল অভিনেত্রী বীথি রানী সরকার। গতকাল রাজধানীর মিরপুরে এটির শুটিং হয়েছে। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন ধ্রুব। 

এতে কাজ করা প্রসঙ্গে বীথি রানী সরকার বলেন, ‘ঈদের পর এটা আমার নতুন কাজ। এটা সত্যি বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করতে ভীষণ ভালো লাগে। কারণ বিজ্ঞাপন দিয়েই আমার দেশব্যাপী পরিচিতি। এ বিজ্ঞাপনটির গল্প মা আর সন্তানদের ঘিরে। গল্পটা দারুণ। যেহেতু এটি মা দিবস উপলক্ষ্যে নির্মিত, তাই কাজ করতে আরও বেশি ভালো লেগেছে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে সবার।’ 

জানা গেছে, বিজ্ঞাপনটি অনলাইনে প্রচারের জন্য নির্মিত হয়েছে। এদিকে কুরবানির ঈদের জন্য মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বীথি।

এছাড়া আরও কয়েকটি একক নাটক ও প্রচারচলতি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন