Logo
Logo
×

বিনোদন

ডাবল সেঞ্চুরিতে ‘পিতা বনাম পুত্র গং’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১১:৩৯ এএম

ডাবল সেঞ্চুরিতে ‘পিতা বনাম পুত্র গং’

মাছরাঙা টিভিতে প্রচারচলতি নাটক ‘পিতা বনাম পুত্র গং’ সম্প্রতি ২০০ পর্বে পা দিয়েছে। নাটকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হয়। আজ প্রচার হবে ২০০তম পর্ব। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, আরফান আহমেদ, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, মৌসুমী হামিদ, শাহনাজ খুশী, আখম হাসান, মাসুম বাশার, শিরীন আলম, তুষ্টি, প্রাণ রায়’সহ আরও অনেকে। এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ধারাবাহিক নাটকে সাধারণত গল্পের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়।

কিন্তু এ নাটকটি ব্যতিক্রম। শুরু থেকেই ধারাবাহিকতা বজায় রেখে এটি চলছে।’ নির্মাতা বলেন, ‘বৃন্দাবন দাদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এত চমৎকার একটি গল্প রচনা করেছেন। আর এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক ভালোবাসা রইল।

সবাই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। শুরু থেকেই নাটকটি নিয়ে দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দর্শকের কারণেই আমরা অনুপ্রাণিত হই ভালো গল্পের নাটক নির্মাণে।’

 

চঞ্চল চৌধুরী নাটক পিতা বনাম পুত্র গং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম