Logo
Logo
×

বিনোদন

৫০-এ সোলস: ব্যান্ডের লোগো নির্বাচন ও গান লিখতে পারবেন শ্রোতারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১০:০৮ পিএম

৫০-এ সোলস: ব্যান্ডের লোগো নির্বাচন ও গান লিখতে পারবেন শ্রোতারা

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন তিনটি লোগো উন্মোচনের আয়োজন করেছে ব্যান্ড সোলস।

ঙ্গলবার রাজধানীর এক অভিজাত ক্লাবে এ আনুষ্ঠানিকতা হয়। লোগো তিনটি সবার সামনে উন্মোচন করেন সোলসের প্রাক্তন তিন সদস্য নেওয়াজ, পিলু খান ও র্যালি। এ সময় পাশে উপস্থিত ছিলেন ব্যান্ডের বর্তমান সদস্যরা।

পার্থ বড়ুয়া জানান, তিনটি লোগো তৈরি করা হলেও এর মধ্যে শ্রোতা-দর্শকদের ভোটে একটি লোগো চূড়ান্ত করা হবে। 

তিনি বলেন, আমরা লোগো তিনটি ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছি। ১৫ জুন পর্যন্ত যে লোগোটি দর্শক-শ্রোতাদের সর্বাধিক রায় পাবে, সেটিই চূড়ান্ত হবে; যা ব্যবহার করা হবে ব্যান্ডের অফিসিয়াল প্যাড, কনসার্ট ব্যাকড্রপ, গান ও অ্যালবামে।

এরপর পার্থ বড়ুয়ার আহ্বানে দলটির সঙ্গে শুরু থেকে সংযুক্ত থাকা দেশের অন্যতম গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ঘোষণা দেন গীতিকবিতা প্রসঙ্গে। 
তিনি জানান, সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হলো- আগামী এক বছর প্রচুর নতুন গান তৈরি করে প্রকাশ করবে দলটি। সেই লক্ষ্যে খোঁজা হচ্ছে মানসম্পন্ন গীতিকবিতা। মূলত সেই উদ্যোগের ধারাবাহিকতায় সোলসের অংশীদার হতে পারবেন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা যে কোনো বাংলাদেশি, যারা গান লিখতে আগ্রহী।

সোলস জানায়, ১৫ জুলাইয়ের মধ্যে soulsfifty@gmail.com ঠিকানায় যে কেউ লিরিক পাঠাতে পারবেন। সেখান থেকে ১০টি লিরিক বাছাই করে তৈরি হবে গান ও ভিডিও। সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে ২০২৪ সালের মধ্যে।

সোলসের ৫০ বছর পূর্তিতে লোগো উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন সদস্য ও রেনেসাঁর বর্তমান সদস্য পিলু খান। তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, যে কোনো ব্যান্ড টিকিয়ে রাখার জন্য দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। দলনেতাকে হতে হবে কমপ্লিট মিউজিশিয়ান এবং নেতৃত্বের অধিকারী। আমি খুবই আনন্দিত, আমরা বের হওয়ার পর সোলস একইভাবে টিকে আছে তেমনই একজন কমপ্লিট মিউজিশিয়ান পার্থ বড়ুয়ার নেতৃত্বে। এটা বজায় থাকুক।

সোলস ব্যান্ডটিকে বাংলাদেশ রক মিউজিকের মহাবিদ্যালয় বলা যায়। কারণ গত ৫০ বছরের ইতিহাসে এই ব্যান্ড জন্ম দিয়েছে তপন চৌধুরী, নকীব খান, আইয়ুব বাচ্চু, পিলু খানসহ অসংখ্য মিউজিশিয়ান। নেতৃত্বেও ছিল ধারাবাহিকতা। তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু হয়ে দলটির হাল কাঁধে নেন পার্থ বড়ুয়া।

সৌল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম