Logo
Logo
×

বিনোদন

যে কারণে চাকরি করছেন গায়িকা শারমিন কেয়া

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৩:১২ এএম

যে কারণে চাকরি করছেন গায়িকা শারমিন কেয়া

শুধু গান দিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার মতো সাহস করতে পারেননি এ প্রজন্মের সংগীতশিল্পী শারমিন কেয়া। 

কারণ বর্তমানে সংগীতাঙ্গনের যে অবস্থা, তাতে করে এ মাধ্যম থেকে আয় করে টিকে থাকা ও জীবনযাত্রার ব্যয় বহন করা খুব কঠিন। তাই সংগীতের পাশাপাশি চাকরিকেই রোজগারের ভিন্ন মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন তিনি। 

শনিবার থেকে শুরু করেছেন কর্পোরেট জীবন। যোগ দিয়েছেন একটি গ্রুপ অব কোম্পানিতে। কাজ শুরু করেছেন অ্যাসিসট্যান্ট ম্যানেজার হিসাবে। জানিয়েছেন, চাকরি করলেও গান থেকে দূরে সরে যাবেন না। দু’টোই পাশাপাশি চালিয়ে যাবেন। 

এদিকে আগামী ঈদে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন মৌলিক গান ‘তোমার লিখা গল্প’।
 

শারমিন কেয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম