প্রথমবার উপস্থাপনায় একসঙ্গে রিয়াজ ও তুষ্টি
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রথমবার একসঙ্গে উপস্থাপনা করেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী শামীমা তুষ্টি। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’য় তাদের একসঙ্গে মাইক্রোফোন হাতে দেখা যাবে।
এরইমধ্যে চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। জানা গেছে, এ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, ইমরান, কোনাল, অভিনয়শিল্পী নিপুণ, শখসহ অনেকে।
এটি উপস্থাপনা প্রসঙ্গে তুষ্টি বলেন, ‘রিয়াজ ভাই নিঃসন্দেহে একজন নন্দিত নায়ক, অভিনেতা। তার সঙ্গে উপস্থাপনা করে ভীষণ ভালো লেগেছে। ধনবাদ নূর আনোয়ার রঞ্জু ভাইকে আমাদের এত চমৎকার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।’
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বক্তব্যে চিত্রনায়ক রিয়াজ দাবি করেছেন, অশ্লীলতা এ সময়ে নাটকে এসে ঝেঁকে বসেছে। বিশেষ করে ওটিটি প্লাটফরমগুলো বেশিরভাগ কনটেন্ট অশ্লীলতায় ভরপুর।
সিনেমার মতো এখন জরুরি হয়ে পড়েছে ওয়েব কনটেন্টের দিকেও সরকারের নজর দেওয়ার। তার মতে, স্বাধীন নির্মাণের নামে যাচ্ছেতাই কনটেন্ট বানানো হচ্ছে।
রিয়াজ বলেন, নাটক-ওটিটি কনটেন্টে অশ্লীলতা বাড়ছে। তিনি বলেন, ‘একসময় অশ্লীলতা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে গ্রাস করেছিল। সেই সময় এফডিসিতে সন্ধ্যার পর যেতে ভয় লাগত। সেই ভয়টা এখন ফিরে এসেছে। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে। এই কনটেন্টগুলো বেশিরভাগই বানাচ্ছেন নাটকের পরিচালকরা। তারা চাইলে টিভি নাটকে অশ্লীলতা পরিপূর্ণভাবে থামাতে পারেন, যাকে আমরা ক্যাপ্টেন অব দ্য শিপ বলি।’
