|
ফলো করুন |
|
|---|---|
হংকংয়ের জনপ্রিয় অভিনেত্রী গ্রেস চ্যান। ২০১৫ সালে ‘রাইজিং দ্য বার’ সিরিজে প্রথম মূল চরিত্রে অভিনয় করেন তিনি। সেই সময় তাকে নিয়ে অনেকে ট্রল করেছেন। কটূ মন্তব্য করেছেন তার চেহারা ও পারিবারিক অবস্থা নিয়েও।
বিদ্রূপের মুখে তিনি অভিনয় ছাড়ার কথাও ভেবেছিলেন। সেই দুঃসহ সময়ের স্মৃতিচারণে অভিনেত্রী বললেন, খুবই হতাশ ছিলাম, অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলাম। সেটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। খবর দ্য স্টারের।
গ্রেস চ্যান বলেন, তখন আমার কোনো অভিজ্ঞতা কিংবা প্রশিক্ষণ ছিল না, আমাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। মানুষ দেখলেই ভয় লাগছিল। ঘর থেকে বের হতে ইচ্ছা করছিল না। তার অভিযোগ, তখন অনেকে তার চেহারা ও পারিবারিক অবস্থা নিয়েও কটূ মন্তব্য করেছেন।
হংকংয়ের শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত গ্রেস চ্যান বলেন, এখন আমি নিজেকে নিয়ে স্বস্তি বোধ করছি। এখন আমার আত্মবিশ্বাস বেড়েছে। আগে যদি ২০ ভাগ আত্মবিশ্বাস থাকে, এখন সেটা ৬০ ভাগে উন্নীত হয়েছে।
২০১৩ সালে মিস হংকং নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালে ‘ওভার অ্যাচিভারস’ নামে একটি সিরিজে অভিনয় করেন তিনি। সিরিজের পাশাপাশি ‘লন্ড্রি শপ স্টারস ইভেন্ট’ ও ‘কি–বোর্ড ওয়ারিয়স’ নামে সিনেমায়ও অভিনয় করেছেন।
