Logo
Logo
×

বিনোদন

১ বিলিয়ন ডলারের গোলাপি মাইলফলকে বার্বি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৬:৪৭ পিএম

১ বিলিয়ন ডলারের গোলাপি মাইলফলকে বার্বি

বার্বি সিনেমায় বিশ্বকে গোলাপি রঙে রাঙিয়ে তুলেছেন গ্রেটা গেরউইগ। তিনি প্রথম নারী নির্মাতা, যিনি একক পরিচালক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। বিবিসি জানিয়েছে, রোববার এক বিবৃতিতে প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে- এ সপ্তাহে বিশ্বব্যাপী ১.০৩ বিলিয়ন ডলার টিকিট বিক্রি হয়েছে।

বার্বি সিনেমার এ অর্জনকে ওয়ার্নার ব্রাদার্স ‘যুগান্তকারী মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে। 

২১ জুলাই হলিউডে বার্বি মুক্তি পেয়েছে। এ সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিং অভিনয় করেছেন। মুক্তির মাত্র ১৭ দিনের মাথায় বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি। ওয়ার্নার ব্রাদার্স এ অর্জনকে নাম দিয়েছেন ‘বার্বিলিয়ন”। 

যুক্তরাষ্ট্রে 'বার্বি' ৪৫৯ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিকভাবে ৫৭২ মিলিয়ন ডলার আয় করেছে।

ওয়ার্নার বলেন, এই অংকের আয় এই ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য ঘটনা। মহামারির পর থেকে মাত্র পাঁচটি সিনেমা বিলিয়ন ডলার আয় করতে পেরেছে। সেগুলো হলো- ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, ‘টপ গান ম্যাভেরিক’, ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ এবং অ্যাভাটারের সিক্যুয়েল। ‘বার্বি’র সঙ্গে একই দিনে মুক্তি পায় ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা 'ওপেনহাইমার'।

চেইন ভ্যু সম্প্রতি জানিয়েছে, ‘বার্বি’ এবং ‘ওপেনহাইমার’ এই দুই সিনেমাই ব্যবসা সফল সিনেমা।

যুক্তরাষ্ট্রে ডমেস্টিক ডিস্ট্রিবিউশনের সভাপতি জেফ গোল্ডস্টেইন বলেন, গ্রেটা গেরউইগ ছাড়া আর কারও পক্ষেই বিশ্বব্যাপী সমাদৃত আইকনিক চরিত্রটির (বার্বি) জীবনের আনন্দ, আবেগ ও বিনোদনের এই গল্প ফুটিয়ে তোলা সম্ভব হতো না। গেরউইগ আক্ষরিক অর্থেই সারা বিশ্বকে গোলাপি রঙে রাঙিয়ে তুলেছেন।

জেফ গোল্ডস্টেইন বলেন, মাঝে কোভিড মহামারিতে এবং স্ট্রিমিং কোম্পানির দৌরাত্ম্যে সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু বার্বি দেখতে প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের লম্বা লাইন পড়ে গেছে। একাধিকবার হলে গিয়ে সিনেমাটি দেখার ঘটনা প্রমাণ করে- সিনেমা শিল্প তার প্রাণ ফিরে পেয়েছে।

গোল্ডস্টেইন মনে করেন, বার্বির গোলাপি দুনিয়া দর্শককে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। অনেক নারী গোলাপি পোশাক পরে হলে গেছেন।

যুক্তরাষ্ট্রে সিনেমা হলগুলোতে বার্বির ডল বক্স বসানো হয়েছিল, যেখানে দর্শকরা সেলফি তুলেছেন। এছাড়া বার্বির ছবি ও নামাঙ্কিত পোশাক এবং এর আনুষঙ্গিক পণ্যও বাজারে এসেছে।

‘বার্বি’ চরিত্রের মার্গট রবি এই সিনেমার প্রযোজকদের একজন। তিনি বলেন, এ পরিমাণ টাকা আয়ের বিষয়ে প্রাথমিকভাবে একটা ধারণা আমার ছিল। তবে সিনেমার জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো এর প্রচার।

বিশ্বের বিভিন্ন শহরে বড় বড় বিলবোর্ডে বার্বির গোলাপি দুনিয়া তুলে ধরার পাশাপাশি সব মাধ্যমেই সিনেমার প্রচার চালানো হয়েছে বলে জানান রবি।

বার্বিলিয়ন হলিউড বার্বি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম