Logo
Logo
×

বিনোদন

‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’, সেই বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৩:১৯ পিএম

‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’, সেই বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই

ছবি :সংগৃহীত

‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’, সেই বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই। শুক্রবার কিডনিজনিত অসুখে ভুগে মারা গেছেন। দেশের একাধিক গণমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

‘৯০ দশকের বিটিভির সেই জনপ্রিয় বিজ্ঞাপনটির কথা মনে আছে? ওই যে এক দুষ্টু-মিষ্টি ছেলে হাতে চিপসের প্যাকেট নিয়ে বলত— একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও। একসময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই সংলাপ।

সেই সময় হঠাৎ তার মৃত্যুর খবর রটে যায়। পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হানিফ সংকেত তাকে অতিথি হিসেবে এনে জানিয়ে দেন- তিনি বেঁচে আছেন। 

তবে এবার সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিজ্ঞাপনের সেই মডেল সাদ হোসেন। 

জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি৷

সাদের শ্যালক আরিফ আকতার শাকিব ফেসবুকে লেখেন— আমার বোনজামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন সাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম