Logo
Logo
×

বিনোদন

গানে ফিরলেন বর্ষা চৌধুরী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ এএম

গানে ফিরলেন বর্ষা চৌধুরী

এক সময় নিয়মিত গান করলেও, এখন আর এ মাধ্যমে খুব একটা দেখা যায় না সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে। এতদিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন। 

দীর্ঘদিন পর আপন ভুবনে ফিরলেন এ শিল্পী। ‘মন বলে তুমি আসবে’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করেছেন তিনি। এতে তার সহশিল্পী শাহরিয়ার রাফাত। 

গানটি লিখেছেন অনুরুপ আইচ। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। নিজের জন্মদিনে গানটি প্রকাশও করেছেন বর্ষা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম