ঘরোয়া বক্স অফিসে হলিউডের ‘দ্য অ্যাভেঞ্জার্স’কে ছাড়িয়ে গেল ’বার্বি’। গ্রেটা গারউইগ পরিচালিত এ সিনেমাটি ঘরোয়া বক্স অফিসে আয় করেছে ৬২৬ মিলিয়ন ডলার, যা এটিকে ইতিহাসের ১১তম সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার খেতাব দিয়েছে।
ফলে নিজের জায়গা হারিয়েছে প্রায় এক দশক ধরে এ জায়গায় অবস্থান করা সিনেমা ‘দ্য অ্যাভেঞ্জারস’। ২০১২ সালে মুক্তি পাওয়া মার্ভেলের এ ব্লকবাস্টার সিনেমাটি আয় করেছিল ৬২৩ মিলিয়ন ডলার।
তবে এ লড়াই এখনো শেষ হয়নি। সেরা ১০-এ স্থান পেতে ’বার্বি’-কে লড়তে হবে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড’র (যার আয় ৬৫৩ মিলিয়ন ডলার) সঙ্গে।