Logo
Logo
×

বিনোদন

কারিনার রহস্যের উন্মোচন হচ্ছে কাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ এএম

কারিনার রহস্যের উন্মোচন হচ্ছে কাল

বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে ওটিটি প্লাটফর্ম। দর্শকের আগ্রহের কথা ভেবে অনেক তারকাই এখন ওটিটিতে কাজ করছেন। বাঙালি চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষের হাত ধরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওটিটিতে অভিষেক হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কারিনা কাপুরের জন্মদিন উপলক্ষে নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে 'জানে জান' সিনেমাটি।

সিনেমায় কালিম্পংয়ের পাহাড়ের ওপর একা একটি বাড়িতে থাকে মায়া নামের একজন সিঙ্গেল মাদার। স্বামী প্রায়ই তার গায়ে হাত তুলত, এমনকি প্রাণনাশেরও হুমকি দিত। তাই শেষ পর্যন্ত স্বামীর কাছ থেকে আলাদা হয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন মায়া। একদিন তার সাবেক স্বামী নিখোঁজ হয়ে গেলে অনুসন্ধানে নামে পুলিশ।

কী হয়েছে মায়ার স্বামীর? নিজেই চলে গেছেন নিরুদ্দেশে? নাকি হয়েছেন খুন? রহস্যের কিনারা করতে পারে না পুলিশ। তারা সন্দেহ করে মায়াকে। একদিকে মায়ার মায়াজাল, অন্যদিকে পুলিশের অনুসন্ধানে ঘটনায় আসে নতুন নতুন নাটকীয়তা। সেসব নাটকীয়তার শেষ জানা যাবে ‘জানে জান’ ওয়েব সিনেমায়।

এবারই প্রথম ওয়েব সিনেমায় অভিনয় করলেন কারিনা কাপুর। রহস্য, প্রেম, অপরাধ আর রোমাঞ্চে ভরা এই সিনেমায় সিঙ্গেল মাদার মায়া ডিসুজার চরিত্রে থাকছেন কারিনা। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে বেশ আনন্দিত কারিনা। 

কারিনা বলেন, ২৩ বছরের অভিনয় জীবনে প্রথম ওটিটিতে কাজ করলাম। যদিও সমসাময়িক অনেকে আগেই এ মাধ্যমে পা রেখেছেন। তার পরও স্রোতে গা ভাসাতে চাইনি। গল্প ও চরিত্রে ভিন্নতা খুঁজে পেয়েছি বলেই এই মাধ্যমে কাজ করা। আমার বিশ্বাস, ‘জানে জান’ অনেকের মনে ছাপ ফেলবে।

আরও পড়ুন: অভিনয়ে ফিরছেন রিচি

রহস্যে ঘেরা ওয়েব সিনেমাটি তৈরি হয়েছে জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে। এই উপন্যাস অবলম্বনে জাপানেও সিনেমা তৈরি হয়েছে। এবার ওটিটি মাধ্যম নেটফ্লিক্সের জন্য সিনেমা বানালেন সুজয় ঘোষ। এতে আরও অভিনয় করেছেন বিজয় ভার্মা ও জয়দীপ আহালওয়াত।

কারিনা অভিনয় জানে জান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম