Logo
Logo
×

বিনোদন

মোশাররফ-জুঁইয়ের পথচলার দুই দশক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ পিএম

মোশাররফ-জুঁইয়ের পথচলার দুই দশক

বর-কনের বেশে মোশাররফ-জুঁই, এক সঙ্গে পার করলেন দুই দশক ফাইল ফটো

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার স্ত্রী রোবেনা করিম জুঁইও একজন অভিনেত্রী। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেন তারা। সেই হিসেবে দাম্পত্য জীবনের দুই দশকে পদার্পণ করেছেন এই তারকা জুটি। 

তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান। সংসার জীবনের দীর্ঘ এই পথচলা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘উনিশটি বছর সুখে-দুঃখে একসঙ্গে পার করেছি আমরা। সৃষ্টিকর্তার অশেষ রহমত সবমিলিয়ে আমরা ভালো আছি, সুখে আছি- এটাই সবচেয়ে বড় কথা।’
 

মোশাররফ করিম রোবেনা করিম জুঁই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম