|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই চলচ্চিত্রের নন্দিত চিত্রনায়িকা মৌসুমীর আজ জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম শুভেচ্ছাবাণী লিখে প্রিয় নায়িকাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানান ভক্তরা। নায়িকাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন মিডিয়াকর্মীরা, নির্মাতা ও তার সহকর্মীরাও।
মোসুমীর জন্মদিনের প্রথম প্রহরে তার জীবনসঙ্গী চিত্রনায়ক ওমর সানি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এতে তিনি তার স্ত্রী মেীসুমীর প্রতি প্রাণঢালা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি মৌসুমীকে মিস করছেন বলেও জানিয়েছেন।
ওমর সানি তার ভিডিওতে বলেন- মৌসুমী, আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন। আমি খুব মিস করছি। আমার মেয়ের পড়াশোনার জন্য সুদূর আমেরিকায় অবস্থান করছ; কিন্তু তুমি কী জানো যে আমার মাথার উপরের ছাদটা নেই। আমি মিস করছি। এখন রাত বাজছে বারোটা। সমস্ত বাঙালিদের কাছে প্রিয়দর্শনী মোসুমী তুমি।
ভিডিও বার্তায় ওমর সানি আরও বলেন, মৌসুমী আমি তোমাকে পেয়ে ভীষণ ধন্য। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক।
নব্বই দশকে আনন্দবিচিত্রায় ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। এরপর টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার।
ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। তাদের দুই সন্তান ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাহ।
মৌসুমী-সানী বড়পর্দায় একসঙ্গে প্রথম দেখা দেন ‘দোলা’ সিনেমায়। এরপর তাদের ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘ঘাত প্রতিঘাত’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’সহ অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।
