Logo
Logo
×

বিনোদন

বিরাটের সেঞ্চুরি সামনে আনল যশ-নুসরাতকে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম

বিরাটের সেঞ্চুরি সামনে আনল যশ-নুসরাতকে

কয়েক দিন ধরেই উত্তেজনা কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচ ঘিরে। টিকিটের হাহাকার ছিল। ইডেন গার্ডেনে সুই ফেলার জায়গা ছিল না রোববার! এ দিন মাঠে থেকে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন কলকাতার একাধিক তারকা। 

সকাল থেকে সেসব ছবি তারা দিয়েছেন নিজেদের সামাজিক মাধ্যমের পাতায়। ইডেন গার্ডেনসে জুটিতে খেলা দেখতে গেছেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। কোহলি শতরান করতেই ধরা দিলেন ‘যশরত’ জুটি।

জন্মদিনের সেরা উপহারটা মাঠে নেমে নিজেই নিজেকে দিলেন বিরাট। শতরান করলেন ১১৯ বলে। একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁলেন শচীন টেন্ডুলকরের নজির। যেই না শতরান করলেন বিরাট কোহলি, সঙ্গে সঙ্গে নিজেদের ছবি দিয়ে ইডেন গার্ডেনসে উপস্থিতির কথা জানান দিলেন যশ-নুসরাত। দুজনের পরনে ভারতের জার্সি। হাসিমুখেই পোজ় দিলেন তারা। 

আরও পড়ুন: প্রকৃতি ও আদরের ‘যন্ত্রণা’ আসছে শুক্রবার

সদ্য মালদ্বীপ গিয়েছিলেন। সেখান থেকে কবে ফিরলেন, সেসব খোলসা করেননি অভিনেত্রী। খানিক যেন আড়াল করেই রেখেছিলেন নিজেকে। তবে বিরাট সেঞ্চুরির পর আর আড়াল নয়। ধরা দিলেন ‘যশরত’ জুটি।

বিশ্বকাপ ক্রিকেট যশ নুসরাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম