Logo
Logo
×

বিনোদন

অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম

অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন আলিয়া

৬ নভেম্বর সোমবার এক বছর পূর্ণ করল রণবীর-আলিয়া দম্পতির একমাত্র কন্যা রাহা কাপুর। আর রাহার জন্মদিনে কেকের সঙ্গে তার ছবিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। 

প্রথম জন্মদিনে রাহার মুখ দেখতে পাবেন বলে ভক্ত-অনুরাগীরা অপেক্ষা করেছিলেন। তবে মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তিনি। শুধু কেকের মধ্যে রাহার দুই হাত- এমন একটি ছবি ভক্তদের জন্য পোস্ট করেন তিনি। তবে এর আগে রাহাকে এতটুকুও দেখার সুযোগ পাননি নেটিজেনরা। 

ক্যাপশনে আলিয়া ভাট লেখেন, আমাদের আনন্দ, আমাদের জীবন…, আমাদের আলো! মনে হচ্ছে গতকালই আমরা তোমার জন্য এই গানটি বাজাচ্ছিলাম যখন তুমি আমার পেটে ছিলে।

এই অভিনেত্রী আরও লেখেন, তোমাকে আমাদের জীবনে পেয়ে আমরা ধন্য। শুভ জন্মদিন বাবু বাঘ…, আমরা তোমাকে নিজেদের চেয়ে বেশি ভালবাসি।

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয় ও সন্তান সামলানো নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন আলিয়া। রাহার দেখাশোনার বিষয়টা কীভাবে সামলাচ্ছেন তিনি? 

প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া ভাট বলেন, আমরা নিজেদের জীবনে ভীষণভাবে ‘প্রায়োরিটি’-তে বিশ্বাস করি। যখন যেটাকে অগ্রাধিকার দেওয়ার কথা, তখন সেটাকেই গুরুত্বের বিচারে সামনে রাখি।

গত বছরের এপ্রিল মাসে মুম্বাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। নভেম্বর মাসে দম্পতির কোলে আসে তাদের প্রথম সন্তান রাহা কাপুর। 
 

রণবীর আলিয়া রাহা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম