
ফলো করুন |
|
---|---|
এ সময়ের সংগীতশিল্পী আতিয়া আনিসা। রিয়েলিটি শোয়ের মাধ্যমে সংগীত জগতে আসেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২-এর শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন তিনি। পুরষ্কারপ্রাপ্তি, বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এই সংগীতশিল্পী।
প্রশ্ন: শ্রেষ্ঠ গায়িকা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। অনুভূতি কেমন?
আতিয়া: এখনো সবকিছু স্বপ্নের মতো লাগছে। নাম ঘোষণার পর প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। এত বড় রাষ্ট্রীয় সম্মান পেয়েছি আর এটা যে সত্যি, তা মানতে আমার সময় লেগেছে। এ আনন্দ বলে বোঝাতে পারব না। তবে এ অর্জন আমার একার নয়। আমি শুধু গান গেয়েছি। ‘পায়ের ছাপ’ সিনেমার পরিচালক সাইফুল ইসলাম মাননু, গীতিকার, সুরকার-সবার কাছে আমি কৃতজ্ঞ। এ অর্জন সবার।
প্রশ্ন: ক্যারিয়ারের শুরুতে ভেবেছিলেন এতো অল্প বয়সে এ পুরস্কার পাবেন?
আতিয়া: ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম সংগীতের জন্য পুরস্কার পাব। তবে সেটা যে এত তাড়াতাড়ি পাব কখনো ভাবিনি। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় অদ্ভুত লাগছে।
প্রশ্ন: পুরস্কারপ্রাপ্তি দায়িত্ব বাড়ায়, নাকি সন্তুষ্টি দেয়?
আতিয়া: সন্তুষ্টি দেয়, তবে সেটা ক্ষণিকের। কিন্তু দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ। এখন আরও বুঝে কাজ করতে হবে। কাজের মানের দিকে নজর দিতে হবে। নিজের উন্নয়নে সময় দিতে হবে। আরও বেশি চর্চা করতে হবে। যেন এ পুরস্কারের মান আমি রাখতে পারি। নিজেকে আরও ভালো জায়গায় নিতে পারি। এজন্য অবশ্যই আমার কিছু মানুষের সহযোগিতাও লাগবে। তাই যারা এতদিন আমার সঙ্গে ছিলেন, আমাকে গাইড করেছেন; তারা সব সময় যেন পাশে থাকেন সেটাই আশা করি।
প্রশ্ন: ভবিষ্যত নিয়ে কী ভেবেছেন?
আতিয়া: তেমন কিছুই না। আমি কাজের ভবিষ্যৎ নিয়ে ভাবি না। যা যেমন চলছে, চলতে থাক। এখন তো প্লেব্যাক করছি। এভাবেই চলবে। এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তবে সেখানে আমি খুব একটা অ্যাকটিভ ছিলাম না। পরিকল্পনা ছাড়াই কিছু গান পোস্ট করেছিলাম। কিন্তু এখন ভেবেছি এখানে সময় দেব। নিজের পছন্দ মতো নতুন কিছু গান সেখানে শেয়ার করব। নতুন একক গান গাইব। পুরো চ্যানেলটিকে নতুন করে সাজাব।
প্রশ্ন: কখনো সুরকার বা গীতিকার হওয়ার কথা ভেবেছেন?
আতিয়া: গায়িকা হিসাবে নতুন নতুন সুর মাথায় আসে ঠিক, কিন্তু তা দিয়ে এখন কিছু করা হয়নি। হয়তো কখনো করব। সেটা কবে তা জানি না। তাই জীবনের একটা পর্যায়ে আমি সুরকার হতেও পারি। তবে গীতিকার হব না। সেই সাহস আমার নেই। আমি যখন গান গাই, তখনি ভাবি যে এ লেখাগুলো কীভাবে লিখল। আমাকে বললে হয়তো কিছুই লিখতে পারব না। তাই সুরকার হলেও গীতিকার হওয়ার সম্ভাবনা নেই।
প্রশ্ন: কোন ধরনের গানে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
আতিয়া: মোটামুটি সব ধরনের গান নিয়েই কাজ করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে রোমান্টিক এবং মেলোডি ঘরানার গান আমার বেশি পছন্দ।