Logo
Logo
×

বিনোদন

আমি স্বপ্নে দেখেছি প্রধানমন্ত্রী আমাকে কিছু একটা দিচ্ছেন: সিমলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১১:১৫ পিএম

আমি স্বপ্নে দেখেছি প্রধানমন্ত্রী আমাকে কিছু একটা দিচ্ছেন: সিমলা

হঠাৎ করে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমলা। 

এ প্রসঙ্গে তিনি জানান, তিনি স্বপ্নে দেখেছেন প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। সিমলা ঝিনাদহ-১ আসন থেকে নির্বাচন করতে চান সিমলা। 

সিমলা বলেন, আমি জানি যদিও জানি কথাটা হাস্যকর হবে। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছুদিন আগের কথা আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এ নায়িকা। এ সিনেমায় সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি তার প্রথম সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।


 

স্বপ্ন প্রধানমন্ত্রী সিমলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম