Logo
Logo
×

বিনোদন

লাইভ শো চলাকালীন মারা গেলেন অভিনেত্রী 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম

লাইভ শো চলাকালীন মারা গেলেন অভিনেত্রী 

ছবি: সংগৃহীত

চলছিল সরাসরি অনুষ্ঠান, সেই সময় ইউক্রেনের ভয়াবহ হামলা হয়। এতে নিহত হয়েছেন পলিনা মেনশিখ (৪০) নামে এক রাশিয়ান অভিনেত্রী।

পূর্ব ইউক্রেনের রাশিয়ানিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় হামলায় পলিনা প্রাণ হারান। যে থিয়েটারে পলিনা কাজ করতেন, তারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মঞ্চে পারফরম করার সময় তিনি নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

রয়টার্স ঘটনার বিশদ বিবরণ যাচাই করতে পারেনি, তবে উভয়পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেনীয় হামলা হয়েছে।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ কি দ্বিতীয় সিজন? ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ কি দ্বিতীয় সিজন?
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একজন সামরিক তদন্তকারী বলেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইন থেকে ৬০ কিলোমিটার দূরে দোনেৎস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে হাইমার্স ক্ষেপণাস্ত্রের দ্বারা একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে আরেকটি সূত্র বলছে, হামলার আগে মঞ্চে গাইছিলেন পলিনা মেনশিখ। 

রুশপন্থি টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে। সেখানে সেনাদের সঙ্গে গিটার নিয়ে গান গাইছেন মেনশিখ।

গানের মাঝামাঝি বিল্ডিংটি হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং লাইট নিভে যাওয়ার আগে জানালা ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়।

ইউক্রেন যুদ্ধ লাইভ শো অভিনেত্রী 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম