Logo
Logo
×

বিনোদন

অনুষ্ঠান শেষ হলেই শাহরুখ ঐশ্বরিয়াদের পোশাক ‘কেড়ে’ নেন মণীশ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১১:৫৩ এএম

অনুষ্ঠান শেষ হলেই শাহরুখ ঐশ্বরিয়াদের পোশাক ‘কেড়ে’ নেন মণীশ!

বলিপাড়ার নামজাদা পোশাকশিল্পী তিনি। মুকেশ আম্বানীর মতো শিল্পপতি থেকে শুরু করে শাহরুখ খানের মতো বলি তারকার সঙ্গে সখ্য রয়েছে তার। কিন্তু বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের দিয়ে কি বিনামূল্যে নিজের সংস্থার প্রচার করিয়ে নেন মণীশ মালহোত্রা?

দীপাবলি উপলক্ষ্যে বলিউডের তারকাদের বাড়িতে দেখা যায় আলোর রোশনাই। অনুষ্ঠানের আয়োজনে জমজমাট থাকে বলিপাড়া। তারকাদের বাড়ির পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত থাকেন অন্য তারকারা।

বলিপাড়ায় তারকাদের বাড়িতে দীপাবলি উপলক্ষ্যে পার্টির আয়োজন করা হলেও সবার নজর থাকে মণীশের পার্টির দিকে। সে পার্টি যেন নজরকাড়া।

শুধু বলিপাড়ার তারকারাই নন, দেশের বহু খ্যাতনামা ব্যক্তির নামও মণীশের বাড়ির পার্টির অতিথিদের তালিকায় থাকে।

মণীশের বাড়ির দীপাবলি পার্টি নিয়েই গোপন কথা ফাঁস করলেন বলিপাড়ার জনপ্রিয় নির্মাতা ফারহা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে মণীশের ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে মুখ খোলেন তিনি।

ফারহার দাবি, মণীশের বাড়ির দীপাবলি পার্টিতে যেহেতু তারকাদের ঢল নামে, সেহেতু সেখানে ছবি শিকারিদের ভিড়ও বেশি হয়। তাই নিজের সংস্থার প্রচার করার এত বড় সুযোগ হাতছাড়া করেন না পোশাকশিল্পী।

সাক্ষাৎকারে ফারহা জানান, মণীশ তার পার্টিতে অতিথিদের নিমন্ত্রণ জানানোর পর সেই অতিথিদের জানিয়ে দিতে হয় যে, তারা সেই পার্টিতে আদৌ যেতে পারবেন কিনা।

এমনকি মণীশের পার্টিতে কোন পোশাক পরে যাবেন তা আগে থেকেই ঠিক করে রাখেন অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথিরা।

ফারহা জানান, নিজের ডিজ়াইন করা পোশাকই অতিথিদের পরতে দেন মণীশ। কিন্তু সে পোশাকগুলো উপহার হিসাবে দেন না তিনি।

ফারহার দাবি, নিজের পার্টিতে পরে আসার জন্য অতিথিদের পোশাক ভাড়া দেন মণীশ। অতিথিদের জন্য সেই পোশাকের মেয়াদ মাত্র এক দিন।

শুধুমাত্র দীপাবলি পার্টিতে পরে যাওয়ার জন্যই অতিথিদের সে পোশাক দেন মণীশ। পার্টিতে পরা হয়ে গেলেই সে পোশাকগুলো আবার ফেরত নিয়ে নেন পোশাকশিল্পী।

ফারহার দাবি, দিওয়ালি পার্টি থেকে এভাবে নিজের সংস্থার প্রচার করেন মণীশ। বলিপাড়ার সব তারকা তার ডিজ়াইন করা পোশাক পরে বিনামূল্যে মণীশের পোশাক প্রস্তুতকারী সংস্থার প্রচার করেন।

সাক্ষাৎকারে ফারহা বলেন, এ তো সুবর্ণ সুযোগ! বলিউডের সব নামজাদা তারকা মণীশের পোশাক পরে রয়েছেন। সবাই তা দেখছে। ফ্যাশন শোর চেয়ে কোনো অংশে কম নয় এসব।

মণীশ পোশাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম