Logo
Logo
×

বিনোদন

হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে নমিনেশন পেল শাহরুখ খানের জওয়ান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ এএম

হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে নমিনেশন পেল শাহরুখ খানের জওয়ান

হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি। 

২০২৪ সালের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের নমিনেশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়েছে সম্প্রতি। সেখানে সেরা আন্তর্জাতিক ফিচার স্থান পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এ সিনেমাটি। 

একই বিভাগে ফ্রান্সের ‘অ্যানাটমি অব এ ফল’ ও ‘দ্য টেস্ট অব থিংস’, দক্ষিণ কোরিয়ার ‘কংক্রিট ইউটোপিয়া’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, স্পেনের ‘সোসাইটি অব দ্য স্নো’ সিনেমাগুলোর সঙ্গে লড়বে ‘জওয়ান’।

উল্লেখ্য, হলিউডে অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড ২০১৬ সাল থেকে শুরু হয়। 

২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে বসবে এবারের আসর। প্রসঙ্গত চলতি বছর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। 

ফিরেই হাজার কোটি রুপির ব্যবসা দিয়ে বলিউড চাঙ্গা করে দিয়েছেন। ফিরতি সিনেমা ‘জাওয়ান’ আবারও ধামাকা দিয়েছে। এটিও এক হাজার কোটি রুপির বেশি আয় করেছেন। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে তার অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমাটি।

হলিউড অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড শাহরুখ খান জওয়ান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম