Logo
Logo
×

বিনোদন

বিয়ের পিঁড়িতে রাকুল-জ্যাকি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ পিএম

বিয়ের পিঁড়িতে রাকুল-জ্যাকি

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা প্রযোজক জ্যাকি ভগনানি। বুধবার গোয়াতে দুবার বিয়ের আনুষ্ঠানিকতা হতে চলেছে এই তারকা দম্পতির।

রাকুল প্রীত শিখ। তাই প্রথম অনন্তকারজ (শিখদের বিয়ের অনুষ্ঠান) হবে। অন্যদিকে জ্যাকিরা হলেন সিন্ধি। সেই কারণে আবার সিন্ধি নিয়ম মেনে হচ্ছে বিয়ে। গোয়ায় বিয়ের পর্ব মিটিয়েই মুম্বাই ফিরবেন তারা। ২২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বন্ধুবান্ধব, তারকাদের জন্য রয়েছে রিসেপশন পার্টির আয়োজন।

গত শনিবার রাতেই সপরিবার গোয়ায় গিয়েছেন হবু বর-কনে। সঙ্গীত, মেহন্দি, গায়ে হলুদ—বিয়ের সমস্ত উদযাপনই হয়েছে গোয়াতে। বিয়ের ক্ষেত্রে জ্যাকি-রাকুল প্রথম থেকেই অন্যপথে হেঁটেছেন। আয়োজনে কোনো কমতি থাকছে না। কিন্তু সব কিছুই হবে পরিবেশবান্ধব পদ্ধতিতে। তাদের বিয়ের ধরনও আলাদা। একবার নয়, দুবার বিয়ে করবেন তারা।

বেশ কয়েক বছর ধরে প্রেম করছেন দুজনে। নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমনভাবে আলোচনা না করলেও কখনও সেভাবে লুকোছাপাও করেননি তারা। গত কয়েক বছরের প্রেমের পর নতুন বছরে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দুই বলিউড ব্যক্তিত্ব।

রাকুল প্রীত সিং জ্যাকি ভগনানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম