Logo
Logo
×

বিনোদন

কোন প্রিয়জনের জন্মদিনে মেতে উঠলেন মিমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১২:৩১ পিএম

কোন প্রিয়জনের জন্মদিনে মেতে উঠলেন মিমি

সামনেই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি আলাপ। এই প্রথমবার কোনো রোমান্টিক ছবিতে জুটি হিসেবে ধরা দেবেন অভিনেত্রী এবং আবির চট্টোপাধ্যায়। বর্তমানে সেই ছবির প্রচারেই ব্যস্ত মিমি চক্রবর্তী। 

তবু এই শত ব্যস্ততার ফাঁকেও এদিন তিনি তার এক প্রিয়জনের জন্মদিন পালনে মেতে উঠলেন। শুভেচ্ছা জানিয়ে লেখেন— জন্মদিন আমার সানশাইন। তবে কি এবার প্রেমে পড়লেন মিমি? জীবনে নতুন মানুষ এলো? না না বিষয়টি একেবারেই সেটি নয়। আসলে এদিন অভিনেত্রীর পোষ্যর জন্মদিন ছিল।

মিমি চক্রবর্তীর অন্যতম পোষ্য চিকুর জন্মদিন ছিল এদিন। আর তার জন্মদিনেই বাড়িতে হইহই করে আনন্দে মেতে উঠতে দেখা যায় এদিন আবিরের নায়িকাকে। চিকুর তৃতীয় জন্মদিন ছিল এটা।

আদরের পোষ্যর জন্মদিন উপলক্ষ্যে অভিনেত্রী বাড়িতে কেক বানিয়েছিলেন। এদিন তার আদরের সন্তানকে অনেক আদর করে দেন মিমি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একটি মিষ্টি ভিডিও। সেখানে চিকুর একেবারে ছোট্টবেলার সময় থেকে এতদিন পর্যন্ত তার সঙ্গে কাটানো নানা মুহূর্তকে তুলে ধরেছেন মিমি। কেককাটার সময় গান বার্থডে সংও।

আরও পড়ুন: শহিদের বিলাসবহুল ভ্রমণতালিকা ফাঁস, যা বললেন মীরা

এই ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার সানশাইন ৩ এ পা দিল।'

মিমি বিয়ে জন্মদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম