Logo
Logo
×

বিনোদন

মেরিল-প্রথম আলো পুরস্কার মনোনয়ন পাওয়া ৮ অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম

মেরিল-প্রথম আলো পুরস্কার মনোনয়ন পাওয়া ৮ অভিনেতা

ছবি : সংগৃহীত

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এ ভোট কার্যক্রম হয়েছে। এই সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আটজনকে নির্ধারণ করা হয়েছে।

এই জরিপে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।

আগামী পর্ব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্তরা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বেন।

এবারের মনোনয়নপ্রাপ্তরা হলেন—

অপূর্ব–ডার্ক জাস্টিস, আদর আজাদ–লিপস্টিক, চঞ্চল চৌধুরী–তুফান, প্রীতম হাসান–কাছের মানুষ দূরে থুইয়া, ফেরদৌস–আহারে জীবন, শাকিব খান–তুফান, শরীফুল রাজ–দেয়ালের দেশ এবং সাইমন সাদিক–শেষ বাজি।

ঢালিউড মেরিল-প্রথম আলো পুরস্কার তারকা জরিপ ভোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম