Logo
Logo
×

বিনোদন

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী, মুখ খুললেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী, মুখ খুললেন অভিনেত্রী

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত উর্বশী রাউতেলা। একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনে ঘেরা থাকলেও, তার পুরুষ অনুরাগীর সংখ্যা কখনো কমেনি। এর আগে ক্রিকেট তারকা ঋষভ পাণ্ডের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও উর্বশী এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এখন সেই গুঞ্জনের মধ্যেই উর্বশী নিজেই জানালেন, আগামী আড়াই বছর তিনি বিয়ে করার কোনো পরিকল্পনা করছেন না। 

উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। এখন আমার কাটনি যোগ চলছে। ‘কাটনি যোগ’ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি।

ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, ঋষভের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে!

বলিউড উর্বশী রাউতেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম