Logo
Logo
×

বিনোদন

মুক্তি পাচ্ছে ‘বলী’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম

মুক্তি পাচ্ছে ‘বলী’

আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নাসির উদ্দিন খান অভিনীত সিনেমা ‘বলী’। সিনেমাটিতে সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন ইকবাল হোসাইন। 

বিশ্বের নানা দেশের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে তোলা হয় সিনেমাটিকে। উৎসবগুলোতে ব্যাপক প্রশংসা কুড়ায় বাংলাদেশি এ সিনেমা। এছাড়া সিনেমাটি গত বছরের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়।

গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায় ‘বলী’।

সিনেমাটির প্রযোজক পিপলু আর খান গণমাধ্যমকে জানান, ৭ ফেব্রুয়ারি দেশের হলে মুক্তি পাবে সিনেমাটি। সেভাবেই এখন সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

সিনেমাটির নির্মাতা ইকবাল হোসাইন বলেন, এই সিনেমাতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকূলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’। সিনেমার প্রযোজক পিপলু আর খান, সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। 

নাসির উদ্দিন খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম