Logo
Logo
×

বিনোদন

জাম্পিং করতে গিয়ে খাদে পড়লেন নোরা ফাতেহি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

জাম্পিং করতে গিয়ে খাদে পড়লেন নোরা ফাতেহি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘুরতে গিয়ে দাবালনের কবলে পড়েন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সেবার কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেছিলেন তিনি। এবার সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে- নোরা ফাতেহি নাকি মারা গেছেন। 

খবর ছড়িয়েছে, বাঞ্জি জাম্পিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন নোরা। অবতরণের সময় পাহাড়ের খাদে পড়ে যান অভিনেত্রী। সেখানেই মৃত্যু হয় অভিনেত্রীর। 

এমন খবর এত দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় যে বিষয়টি নিয়ে এবার মুখ খুলতে বাধ্য হলো নোরা ফাতেহির টিম।  

ঘটনার সূত্রপাত ঘটে ইনস্টগ্রামের একটি পেইজ থেকে একটি ছোট ভিডিও প্রকাশের মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, পাহাড়ের মাঝে খাদে এক নারী আটকে আছেন। অনেক দূর থেকে ভিডিওটি ধারণ করায় নারীর চেহারা অস্পষ্ট দেখাচ্ছিল। তবে ভিডিওর ক্যাপশনে লেখা হয়- বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।  

নোরার টিম জানায়, নায়িকার মৃত্যুর খবরটি গুজব। তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। 

জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্যই ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করলেন এই নৃত্যশিল্পী। বলিউডের একাধিক সিনেমায় তার নাচ নজর কেড়েছে দর্শকদের। ভারতে বেশকিছু নাচের রিয়্যালিটি শো’র বিচারকের আসনেও জায়গা করে নিয়েছেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম