Logo
Logo
×

বিনোদন

সালমান-মান্দানার ‘জাহরা জাবিন’ গানে চমক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৩:৪৫ পিএম

সালমান-মান্দানার ‘জাহরা জাবিন’ গানে চমক

ছবি: সংগৃহীত

সালমান খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন রাশমিকা মান্দানা। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘সিকান্দার’। কদিন আগে টিজারও প্রকাশিত হয়েছে। এরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। 

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ হয় ‘সিকান্দার’ সিনেমার প্রথম গান ‘জাহরা জাবিন’। ফারাহ খানের নৃত্যপরিচালনায় এতে সালমান ও রাশমিকার জুটি নজর কেড়েছে দর্শকের। নাকাশ আজিজ এবং দেব নেগির কণ্ঠে ‘জাহরা জাবিন’ গানটির কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি। মাঝে রয়েছে র‌্যাপের ছোঁয়া।

প্রিতমের মিউজিকে গানটি নেট দুনিয়ায় মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিকান্দার অসহায় মানুষের পক্ষে লড়াই করেন। তবে সেই লড়াই করতে গিয়ে বেছে নেয় প্রতিশোধের পথ। তাই তার সংলাপ, ‘বিচার চাইতে আসিনি, এসেছি হিসাব মেটাতে।’ 

২০২৪-এর জুন মাসে শুরু হয়েছিল রাশমিকা-সালমানের ‘সিকান্দার’ সিনেমার শুটিং। শুটিং চলার কিছু দিন পরে সালমান পাঁজরে চোট পাওয়ার কারণে বন্ধ ছিল কাজ। সালমানের বাড়িতে গুলি চলার কারণেও শুটিং বন্ধ ছিল। এবার রাশমিকার পায়ের আঘাতে ফের স্থগিত শুটিং।

আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা এআর মুরুগাদস পরিচালিত এই ছবি। নির্মাতারা জানিয়েছেন, এই ছবিতে সালমান একেবারে নতুন রূপে ধরা দেবেন। বাজেট নিয়ে কোনো কার্পণ্য করছে না প্রযোজনা সংস্থা।

সালমান খান রাশমিকা মান্দানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম