সালমানের সঙ্গে অভিনয় করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল দিয়া মির্জার

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম

বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তার ভক্ত-অনুরাগীর সংখ্যাও অনেক। বড়পর্দায় তার ছবি মুক্তি পেলে মুহূর্তে ভরে ওঠে প্রেক্ষাগৃহ। কিন্তু তার কড়া মেজাজের কারণে আজ তিনি বলিউডের ‘ভাইজান’ খেতাব অর্জন করেছেন।
জানা গেছে, রেগে গেলে নাকি একেবারে অন্য রূপ ধারণ করেন সালমান খান। একবার সালমানের সঙ্গে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল বলিউড অভিনেত্রী দিয়া মির্জার। সেই অভিজ্ঞতা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।
‘তুমকো না ভুল পায়েঙ্গে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দিয়া ও সালমান। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নিজের চরিত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই ছিল না দিয়া মির্জার।
অভিনেত্রী বলেন, শুটিংয়ের সব কিছু ঠিক করা হয় নায়কের সুবিধা অনুযায়ী। বলিউডের সেই অভ্যাস এখনও আছে। কিন্তু সিনেমার গল্পটা জানা থাকলে সুবিধা হয়। সেই সময় আমরা সেটুকুও জানতাম না।
পঙ্কজ পরাসর সিনেমাটি পরিচালনা করবেন বলে জানতে পেরে খুশি হয়েছিলেন অভিনেত্রী। সিনেমাসংক্রান্ত কোনো বিষয়ে খামতি রাখেননি প্রযোজক। কিন্তু সিনেমার চিত্রনাট্য প্রস্তুত ছিল না।
দিয়া বলেন, সিনেমাটি নিয়ে আগে কোনো ওয়ার্কশপ হয়নি। চিত্রনাট্য পড়া হয়নি। দৃশ্যগুলো লেখা ছিল ভোজপুরি ভাষায়। এদিকে আমার চরিত্রটি রাজস্থানের। কিন্তু আমার সংলাপ ভোজপুরিতে। শুটিংয়ের কয়েক মিনিট আগে নিজের সংলাপ জানতে পারতাম। বিমানে যাতায়াতের সময় সিনেমার পোশাক তৈরি হতো।
এমন পরিস্থিতিতে নিজের চরিত্র নিয়ে অনবরত প্রশ্ন করতেন দিয়া। অভিনেত্রী বলেন, আমার চরিত্রটি বিশেষ এক ধরনের চোলি পরে থাকত। আমি প্রশ্ন করেছিলাম, কেন এই পোশাক? সঙ্গে সঙ্গে আমাকে বলা হয়েছিল— তুমি বড় বেশি প্রশ্ন কর। তোমাকে যেটুকু বলা হচ্ছে, সেটুকুই কর।
তিনি বলেন, আমার খুব খারাপ লেগেছিল। তবে সালমান খানের সঙ্গে সরাসরি কোনো তিক্ত অভিজ্ঞতা নেই আমার। বরং নায়িকাকে নিয়ে বেশ সতর্কই থাকতেন ভাইজান।

