Logo
Logo
×

বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ নিয়ে সুখবর দিলেন অমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম

‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ নিয়ে সুখবর দিলেন অমি

ছবি: সংগৃহীত

সময়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর চারটি সিজন শেষ হয়েছে এরইমধ্যে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। এরপর দুই বছর পেরিয়ে গেলেও সিজন-৫ আসেনি। যা নিয়ে দর্শকের তীব্র আগ্রহের পর সিজন-৫ নির্মাণের আভাস দিলেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।

ফেসবুক পোস্টে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ নিয়ে দর্শকদের সুখবর দেন নির্মাতা। বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ কবে আসবে—এমন প্রশ্ন অনেক দিন ধরে শুনে আসছি। দর্শকদের আর অপেক্ষা করাতে চাইছি না। শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকের প্রতিটি পর্বই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এই নাটকের আলোচিত চরিত্র পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, বোরহান, জাকির, অন্তরা নিয়ে ফেসবুকে প্রায়ই আলোচনা হয়। নাটকটির পুরোনো বেশ কিছু ভিডিও এখনও ভাইরাল হয়।

এই নাটকের চরিত্রগুলোর জনপ্রিয়তার পর চরিত্রগুলোর অভিনেতাদের নিয়ে আরও বেশ কিছু নাটক নির্মাণ করেছেন অমি। সেগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। সবশেষ ঈদে মুক্তি পায় পরিচালকের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। যেখানে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর একঝাঁক তারকা। সেই সঙ্গে এতে নতুন করে যুক্ত করা হয়েছে অপূর্ব ও ফারিণকে। যেখানে সিনেমাটির শেষ দিকে তাদের উদ্ধারে নেতৃত্ব দেন ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতারা।

তখন থেকেই আলোচিত সিরিজটির নতুন মৌসুমের গুঞ্জন জোরালো হয়। এমনকি ‘হাউ সুইট’–এর গান ও ট্রেলারের নিচে মন্তব্যের ঘরে অনেক দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন সিজনের কথা জানতে চান। যা নজর এড়ায়নি নির্মাতা অমির। যেকারণে এবার ব্যাচেলর পয়েন্টের পরবর্তী সিজন নিয়ে সুখবরটা জানিয়েই দিলেন অমি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম