Logo
Logo
×

বিনোদন

ওটিটিতে যা দেখবেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৩১ পিএম

ওটিটিতে যা দেখবেন

জিওহটস্টারে দেখা যাচ্ছে সিনেমা ‘মুফাসা : দ্য লায়ন কিং’। ১৯৯৪ সালের আলোচিত অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল এটি। অনাথ সিংহশাবক মুফাসার সঙ্গে দেখা হয় তাকা নামে এক দয়ালু সিংহের। এরপর কী হয়, তা নিয়েই গত বছরের আলোচিত সিনেমা এটি। নির্মাণ করেছেন ব্যারি জেনকিন্স।

হইচই-তে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘জিম্মি’। সরকারি চাকরি করা এক সাধারন মেয়ের জীবন বদলে দিল এক রহস্যময় বাক্স। কি ঘটতে চলেছে সে মেয়ের জীবনে। মুক্তি নাকি সর্বনাশ? এমনই গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন আশফাক নিপুন। অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিগার প্রমুখ। 

বঙ্গতে দেখা যাচ্ছে বাংলায় ডাবিং করা তামিল সিনেমা ‘ইস্মার্ট শংকর’। অ্যাকশান ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। এতে অভিনয় করেছেন রাম পথিনেনি, সত্যদেব কাঞ্চরণ, নিধি আগারওয়াল, নাভা নাতেশ প্রমুখ।

ওটিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম