Logo
Logo
×

বিনোদন

সম্পর্কের রসায়ন তুঙ্গে, গৌরী-আমিরের বয়সের ব্যবধান নিয়ে যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

সম্পর্কের রসায়ন তুঙ্গে, গৌরী-আমিরের বয়সের ব্যবধান নিয়ে যা জানা গেল

গত বছর থেকে শোনা যাচ্ছিল নতুন করে প্রেমের পড়েছেন বলিউড পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। তারপর থেকে কখনো বাড়ির সামনে কখনো আবার গাড়িতে ওঠার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ছেন আমির ও গৌরী। কিন্তু এবার স্বেচ্ছায় হাতে হাত রেখে ক্যামেরায় ধরা দিলেন তারা।

গত শনিবার চীনের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন আমির ও গৌরী। আমিরের পরনে ছিল কালো পাঞ্জাবির সঙ্গে কাজ করা কালো রঙের শাল। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। অন্যদিকে গৌরী বেছে নিয়েছিলেন আকাশি রঙের ফুলছাপ শিফন শাড়ি। তার সঙ্গে পরেছিলেন গলায় ভারী হার ও চোখে চশমা।

গৌরী বেঙ্গালুরু নিবাসী। তার বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বাইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন তারা।

২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। তারপরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, ‘আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে’।

অন্যদিকে গৌরী বলেছেন, ‘আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।’ নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, ফের কি বিয়ে করবেন আমির? এই বিষয় নিয়ে নাকি এখনো কিছু বলেননি অভিনেতা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম