Logo
Logo
×

বিনোদন

ফের জ্যেঠু হচ্ছেন সালমান, বাবা হচ্ছেন ৫৮ ছুঁই ছুঁই আরবাজ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পিএম

ফের জ্যেঠু হচ্ছেন সালমান, বাবা হচ্ছেন ৫৮ ছুঁই ছুঁই আরবাজ!

বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে ঈদ পার্টিতে যোগ দিতে যাওয়ার সময় থেকেই গুঞ্জন ছড়িয়েছিল।

এখন সেই গুঞ্জনের ডালাপালা মেলেছে— সত্যিই ৫৮ ছুঁই ছুঁই বয়সে এসে ফের নাকি বাবা হতে চলেছেন অভিনেতা আরবাজ খান। অর্থাৎ বিয়ের দেড় বছরের মাথায় মা হতে চলেছেন সুরা খান। সত্যিই কি তাই! মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা যায়, সুরা খানের বেবি বাম্প স্পষ্ট। 

আর ডাক্তারের ক্লিনিকের বাইরে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেন আরবাজ ও সুরা খান। আর সেই ভিডিওতে বেশ স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে সুরার বেবি বাম্প। আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন।

এর আগে অর্পিতা খান শর্মার বাড়িতে আয়োজিত ঈদের পার্টিতে ঢোকার সময় আরবাজ খান তার দ্বিতীয় স্ত্রী সুরা খানের সঙ্গে ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। পাপারাজ্জিরা ছবি তোলার জন্য অনুরোধ করলে, সুরাকে পার্টির ভেতরে পাঠিয়ে দিয়ে একা ক্য়ামেরায় পোজ দেন সালমানের ভাই। আর তখনই সন্দেহ দানা বাঁধতে থাকে, তবে কি সুরা অন্তঃসত্ত্বা?

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) পিঙ্কভিলার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে আরবাজ ও সুরার ভিডিও শেয়ার করা হয়। ভিডিওর শুরুতে আরবাজকে সুরার হাত ধরে তাকে ক্লিনিকে নিয়ে যেতে দেখা যায়। আর ঠিক তখনই সুরার নজর ক্যামেরায় পড়ে। সুরা আরবাজকে জানান যে, কেউ তাদের রেকর্ড করছেন। আরবাজ দ্রুত সুরার সামনে এসে দাঁড়িয়ে তার বেবি বাম্প ঢেকে দেন। আর তাতেই সন্দেহ আরও বেশি করে দানা বাঁধতে থাকে। যদিও আরবাজ কিংবা সুরা কেউ-ই বাবা-মা হতে চলার খবর নিশ্চিত করেননি।

এর আগে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর মেকআপশিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। সুরা খান বলি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট এবং ‘পটনা শুক্লা’ সিনেমার সেটে আরবাজ খানের সঙ্গে তার পরিচয় হয়। আরবাজের বিয়েতে তার পাশে ছিল গোটা খান পরিবার। এমনকি সেদিন বাবা ও সৎমায়ের পাশে ছিল আরবাজ-মালাইকার একমাত্র ছেলে আরহানও।

উল্লেখ্য, বর্তমানে এই দম্পতির একজনের বয়স ৫৭, আরেকজনের বয়স ৩৫। হ্যাঁ, আরবাজ খান ও সুরা খানের মধ্যে বয়সের পার্থক্য ২২ বছরের। তবু এখন পর্যন্ত সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিপাড়ার এ দম্পতি।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম