Logo
Logo
×

বিনোদন

শাহরুখ-গৌরীর বাড়ির নতুন ভিডিও প্রকাশ্যে, ভাড়া ২৪ লাখ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

শাহরুখ-গৌরীর বাড়ির নতুন ভিডিও প্রকাশ্যে, ভাড়া ২৪ লাখ

মুম্বাইয়ের পালিহিলে দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আপাতত সেটাই হতে চলেছে শাহরুখ-গৌরীসহ পুরো খান পরিবারের বাসস্থান। মান্নাতের সংস্কারের কাজ শুরু হচ্ছে। আর সে কারণেই প্রায় দুই বছরের জন্য আপাতত পালিহিলের বাসিন্দা হতে চলেছেন বলিউড কিং।

ইতোমধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে বাদশাহর নতুন বাড়ির ভিডিও। ভক্ত-অনুরাগীরাও খবর পেয়ে আজকাল প্রিয় তারকার নতুন বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন। 

সম্প্রতি খান পরিবারকে বান্দ্রার পালিহিল এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে দেখা গেছে, যেখানে তারা প্রায় দুই বছর থাকবেন। সামাজিক মাধ্যমে উঠে এসেছে সেই ভিডিও।

সামাজিক মাধ্যম ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা এখন সুপারস্টারের নতুন ঠিকানা। ভিডিওতে সেই আড়ম্বরপূর্ণ ভবনটি দেখা যাচ্ছে, যেখানে শাহরুখ তার স্ত্রী গৌরী খান এবং তাদের সন্তান— সুহানা, আরিয়ান ও আব্রামকে নিয়ে থাকবেন। জানা গেছে, তারা বান্দ্রার পালিহিল এলাকার পূজা কাসা ভবনের ৪ তলায় স্থানান্তরিত হয়েছেন। 

একটি সূত্র জানায়, ভগনানি পরিবারের কাছ থেকে এই নতুন দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন শাহরুখ খান। প্রথম ডুপ্লেক্সটি অভিনেতা জ্যাকি ভাগনানি এবং তার বোন দীপশিখা দেশমুখের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডুপ্লেক্সটি চলচ্চিত্র প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে লিজ নেওয়া হয়েছে।

সূত্র এইচটিকে জানিয়েছে, যে চারটি তলায় শুধু খান পরিবারই নয়, তাদের নিরাপত্তাকর্মী ও কর্মচারীরাও থাকবেন। এখানে কিছু অফিস স্থানও থাকবে। সূত্র আরও জানায়, খুব স্বাভাবিকভাবেই এটা মান্নাতের মতো বিশাল নয়। তবে এখানে কিং খানের নিরাপত্তাকর্মীসহ অন্য কর্মীদের থাকার জন্য যথেষ্ট জায়গা আছে। আরও জানা গেছে, বাদশা প্রতি মাসে চারটি তলার জন্য ২৪ লাখ টাকা ভাড়া দেবেন।

সূত্র আরও জানিয়েছে যে, মান্নাতের সংস্কারের কাজ আগামী মে মাসে শুরু হওয়ার কথা ছিল। এতে বাংলোর দীর্ঘদিন ধরে পরিকল্পিত সম্প্রসারণও অন্তর্ভুক্ত রয়েছে, যার জন্য অভিনেতাকে আদালতের অনুমতি নিতে হয়েছিল। শাহরুখের মান্নাত একটি গ্রেড। হেরিটেজ সম্পত্তি। তাই এখানে কোনো কাঠামোগত পরিবর্তন শুধু সঠিক অনুমতি নিয়েই করা যেতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম