Logo
Logo
×

বিনোদন

সদ্যোজাতের ছবি ফেসবুকে দিয়ে যা লিখলেন ‘চাক দে ইন্ডিয়া’ অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম

সদ্যোজাতের ছবি ফেসবুকে দিয়ে যা লিখলেন ‘চাক দে ইন্ডিয়া’ অভিনেত্রী

সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের ঘরে এলো নতুন অতিথি।  তাদের ঘর আলোকিত করে এসেছে এক পুত্রসন্তান। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দঘন খবরটি ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।

নিজের ও সদ্যোজাত ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা লিখেছেন, ‘ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৃষ্টিকর্তার আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।’

এই খবর প্রকাশের পরই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন জহির-সাগরিকা দম্পতি। তাদের অভিনন্দন জানিয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না, আকাশ চোপড়া ও আর পি সিংসহ আরও অনেকে।

২০১৭ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন জহির ও সাগরিকা। ২০০৭ সালে ‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সাগরিকা ঘাটগে। ছবিটি জনপ্রিয়তা পাওয়ার পর বেশ কিছু বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হন তিনি। তবে অভিনয় জগতে তাকে পরে আর তাকে সেভাবে দেখা যায়নি। 

২০১২ সালে ইমরান হাশমির বিপরীতে ‘রাশ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ২০১৫ সালে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি’ রিয়েলিটি শো-এর নবম সিজনে অংশ নেন এবং ফাইনালেও জায়গা করে নেন। এছাড়া তিনি কিছু পাঞ্জাবি সিনেমা ও ওটিটি প্রকল্পেও কাজ করেছেন। সবশেষ তাকে দেখা গেছে ‘ফুটফেয়ারি’ সিনেমায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম