Logo
Logo
×

বিনোদন

নাতির সিনেমা ভালো লাগেনি শর্মিলার, যা বললেন সাইফপুত্র ইব্রাহিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম

নাতির সিনেমা ভালো লাগেনি শর্মিলার, যা বললেন সাইফপুত্র ইব্রাহিম

পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন পরিচালক করণ জোহর। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি।

সিনেমা মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখে পড়েছেন নবাগত অভিনেতা ইব্রাহিম আলি খান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে অভিনেতার প্রথম সিনেমা ‘নাদানিয়া’। 

এ মুহূর্তে তার অভিনয় দক্ষতা নিয়ে কাটাছেঁড়া চলছে সামাজিক মাধ্যমে। অন্যদিকে নাতির সিনেমা পছন্দ হয়নি বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরেরও। যদিও নাতিকে পর্দায় দেখতে সুন্দর লেগেছে। 

একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেন, আমার দুই নাতি-নাতনি চমৎকার। সারা এখন ভীষণ ভালো কাজ করছে। ইব্রাহিমের সিনেমাটিও ভালো। ওকে পর্দায় ভীষণ ভালো লেগেছে দেখতে। ও ওর মতো চেষ্টা করেছিল। তবে সত্যি বলতে— সিনেমাটি ভালো হয়নি।

বাড়ির লোকের থেকে সমালোচনা পেতেই যা বললেন অভিনেতা? যদিও ইব্রাহিম ঠাকুরমার কথা শুনে মনখারাপ করেছেন— এমন নয়। তিনি বলেন, আমি জানি, সিনেমাটি ঠাকুরমা দেখেছে। শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রীর নাতি হওয়া কতখানি চাপের, তা আমি বুঝি। 

ইব্রাহিম বলেন, বর্তমানে সব কিছু খুব কঠিন আগের তুলনায়। আমার ঠাকুরমার নাতি হওয়া কিংবা তার সন্তান হওয়া বেশ কঠিন। কারণ তিনি একজন বিরাট বড়মাপের অভিনেত্রী ছিলেন। তিনি বলেন, আমার বাবার ওপরেও সেই চাপটা ছিল। আর সবে একটা মাত্র সিনেমা করেছি। এতেই সব প্রমাণ হয় না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম