সংসারে অস্থিরতা তৈরিতে মিডিয়াকে দুষছেন হেইলি
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আমেরিকান গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের সঙ্গে দীর্ঘদিন প্রেম ছিল কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের। কিন্তু তাদের প্রণয় পরিণয় পর্যন্ত গড়ায়নি। দু’জনের পথ দুদিকে বেঁকে গেছে বহু আগেই। দু’জনেই আলাদা আলাদা জীবনসঙ্গী বেছে নিয়েছেন।
বিবারের ভাগ্যে জুটেছে হেইলি রডি, মার্কিন মডেল। বিয়েও করেছেন তারা, ২০১৮ সালে। ২০২৪ সালে তাদের ঘরে আসে এক পুত্র সন্তান, নাম জ্যাক ব্ল–জ। তবে বিয়ের পর থেকে হেইলি এবং জাস্টিন একাধিকবার ঝড়ের মুখোমুখি হয়েছেন। কারণ, সেলেনার ‘ভুত’ মাথার উপর থেকে সরেনি বিবারের।
এখনও প্রয়োজনে অপ্রয়োজনে জাস্টিনের যে কোনো কর্মকান্ডের সঙ্গে সেলেনা বিষয়ক একটি প্রশ্ন জুড়ে থাকে মিডিয়ায়। এর মধ্যে আবার নতুন করে জুড়েছে হেইলির সঙ্গেও নাকি বিবারের বোঝাপড়া ভালো যাচ্ছে না। বিচ্ছেদের ঘন্টা বাজতে শুরু করেছে তাদের সম্পর্কেও। আর মিডিয়ার ঠিক এই কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করেছেন জাস্টিনের বর্তমান জীবনসঙ্গী হেইলি বিবার।
তিনি বলেছেন, ‘জাস্টিনের বিরুদ্ধে সবকিছুই অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে’।
এমনিতেই গত কয়েক মাস জাস্টিন এবং হেইলি উভয়ের জন্যই কঠিন এবং ক্লান্তিকর ছিল। তাদের বিবাহবিচ্ছেদের খবর বারবার উঠে আসা থেকে শুরু করে মিডিয়া এবং পাপারাজ্জিদের দ্বারা প্রচুর হয়রানি এবং সোশ্যাল মিডিয়ায় গল্প তৈরি হওয়া পর্যন্ত, এই দম্পতি সম্প্রতি প্রচুর চাপের মুখোমুখি হচ্ছেন।
সম্প্রতি যোগ হয়েছে আরও একটি ঘটনা। বিবারকে এক অনুষ্ঠানে তার ১৫ বছর বয়সী ভাই জ্যাকসনের পাশে মাদক (গাঁজা) সেবন করতে দেখা গেছে। এ নিয়ে মিডিয়ায় চলছে কড়া সমালোচনা।
হেইলি মনে করেন, এ ঘটনার পর তার স্বামী জাস্টিনকে মিডিয়া দ্বারা নির্মমভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তার স্বামীর সাথে অনলাইনে যে আচরণ করা হচ্ছে তাতে তিনি মোটেও খুশি নন। হইলি বলেন,‘এগুলো এমন এক পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিন নতুন নতুন গুজব এবং গল্প ছড়িয়ে পড়া দেখে ক্লান্তিকর লাগছে। জাস্টিন মজা করছে, উচ্ছ্বসিত এবং হ্যাঁ, সে অন্য সবার মতো গাঁজা সেবন করে। কিন্তু সে যা কিছু করে তা তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ সবকিছুকে খারাপ জিনিষে পরিণত করতে দেখে আমরা আসলেই ক্লান্ত।’ এদিকে হেইলির ঘনিষ্টজন মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, জাস্টিন-হেইলির বিবাহবিচ্ছেদের দাবি মোটেও সত্যি নয়। এটাও পরিকল্পিত গুজব।
সূত্রটি একইসঙ্গে এটাও বলেছেন, ‘হেইলি তার (জাস্টিনের) সাম্প্রতিক আচরণের খুবই অনুতপ্ত, তিনি কান্নাও করেছে। পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে এটাও মোটেও ভাবেননি গেছে। তিনি সত্যিই ভয় পান যে জাস্টিনের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তিনি জাস্টিনের প্রতি খুব অনুগত এবং তাদের ছেলে জ্যাককে একটি স্থিতিশীল এবং সুস্থ পরিবেশে বড় করতে চান। জাস্টিনের কাছে তিনিই পৃথিবী।’
