শাহিদকে বিয়ে করে বন্ধুদের সঙ্গেও কথা বলতে পারতেন না মীরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:০৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর যখন বলিউডে জনপ্রিয়তা পেতে শুরু করেছেন, ঠিক সেই সময় তার সঙ্গে জড়িয়ে গেছে একাধিক নায়িকার প্রেমের কাহিনি। বিশেষ করে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে তার প্রেমকাহিনি ওপেনসিক্রেট। বলিউড ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। তবে সম্পর্ক ভাঙার শব্দ যখন শুনতে পান অনুরাগীরা, ঠিক তখনই মীরা রাজপুতের সঙ্গে তার বিয়ে হয়।
২০১৫ সালে পারিবারিকভাবে মীরা রাজপুতকে বিয়ে করেন অভিনেতা। দুজনের বয়সের ফারাকও প্রায় ১৪ বছরের। বলিউডকে অবাক করে এই সম্পর্কে থিতু হয়েছেন অভিনেতা। তারা এখন দুই সন্তানের বাবা-মা। ২০১৬ সালে মীরার কোলে আসে প্রথম সন্তান, মেয়ে মিশা। ২০১৮ সালে জন্ম হয় পুত্রসন্তান জায়নের। সময় গড়িয়েছে ১০ বছর।
মাত্র ২০ বছর বয়সে বলিউডের নায়ককে বিয়ে করে কি আদৌ সুখী হয়েছিলেন মীরা রাজপুত? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথম দিকে তার খুবই একা লাগত। পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছিল।
মীরা বলেন, আমি আর আমার বন্ধুরা বিচ্ছিন্নভাবে বড় হয়েছি। স্বীকার করতে দ্বিধা নেই, বিয়ের পর আমি একা হয়ে গিয়েছিলাম। কারণ আমরা জীবনের ভিন্ন পর্যায়ে ছিলাম সেই সময়।
তিনি বলেন, সবার জীবনেই এই ভিন্ন ভিন্ন পর্যায় উপস্থিতি থাকে। আমার মনে হতো, আমার বন্ধুদের মতো যদি আমিও সময় কাটাতে পারতাম। বিয়ের পর যে অনেক বন্ধুর সঙ্গেই আর যোগাযোগ রাখতে পারেননি সে কথা স্বীকার করেন শাহিদপত্নী। তবে তা একেবারেই তার অনাগ্রহে নয়। বরং সময়ের অভাবে যোগাযোগ ছিন্ন হতে থাকে ধীরে ধীরে। খুব অল্প বয়সেই তার কাঁধে এসে পড়েছিল সংসারের দায়িত্ব।
মীরা বলেন, আমার মনে হতো, ‘আমার বন্ধুরা স্নাতকোত্তর পড়ছে অথবা ওরা ঘুরে বেড়াচ্ছে’... কিন্তু জীবন খুবই আকর্ষণীয়। সংসার, সন্তান ও ঘুরে বেড়ানো।
মীরার বন্ধুরাও যে অনুযোগ করতেন, তা জানিয়েছেন শাহিদপত্নী নিজেই। বেশিরভাগ সময়ই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন না তিনি। মীরা বলেন, ওরা বলত— এ আবার কী, বিয়ে করে ফেলেছিস বলে আমাদের ভুলে যাবি?
তিনি বলেন, আমি কী বলব! সত্যি, আমি ব্যস্ত, বাঁধা পড়ে গেছি। ওরা আমাকে নিশ্চয়ই বুঝতে পারেনি সেদিন। তবে যেভাবেই হোক, বন্ধুত্বটা টিকে গিয়েছিল। এখন ওরা বুঝতে পারে। কারণ ওরাও এখন সংসারী হয়েছে।
