Logo
Logo
×

বিনোদন

অবশেষে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৩:০১ পিএম

অবশেষে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘কান চলচ্চিত্র উৎসব’। গত মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাবে বলিউডের বেশ কিছু তারকাকে।

এর মধ্যেই ফ্রান্সে তারকাদের সমাগম শুরু হয়েছে। উৎসবের লালগালিচায় বিশেষ নজর থাকে ফ্যাশনপ্রেমীদের। বলিউড থেকে কারা এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন, তা ইতোমধ্যে জানা গেছে। এর মধ্যে কানে পৌঁছেছেন অভিনেত্রী-মডেল উর্বশী রাউতেলা।

কান চলচ্চিত্র উৎসবে এবার নজর কাড়বেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট—এমন সংবাদই ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছিলেন অভিনেত্রী। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে উৎসবে যেতে অপারগতা প্রকাশ করেন। শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হয়।

কান উৎসবের প্রথম দিনেই তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির জেরে সেই পরিকল্পনা বাতিল করেন অভিনেত্রী। যদিও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, ১০ দিন ধরে চলবে কান উৎসব। পরের দিকে তিনি আসবেন কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে।

অবশেষে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তে পালটেছেন আলিয়া ও তার সহকারী দল। জানা গেছে, কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন, অর্থাৎ ২৪ মে লালগালিচায় হাঁটবেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার একটি দৃশ্যে অভিনয় সেরেই ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন অভিনেত্রী।

প্রাথমিকভাবে পরিকল্পনা বাতিল করলেও শেষ পর্যন্ত তাকে দেখতে পাবেন অনুরাগীরা। আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আলিয়া সিদ্ধান্ত বদল করেছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে কানে যাওয়া সমীচীন নয় বলেও মনে করেন তিনি। তবে এখনো কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। সীমান্তের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ও শান্ত হলে তাকে কান চলচ্চিত্র উৎসবে দেখা যেতেও পারে। আলিয়ার সহকারী দল সেদিকে নজর রাখছে। তবে এ মুহূর্তে তিনি না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।

উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়া ভাটকে। তার সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলও।

কান চলচ্চিত্র উৎসব আলিয়া ভাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম