খলনায়কের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন এই ৭ অভিনেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৪:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
একটা সময় ছিল যখন খলনায়কের চরিত্রে আলাদা করে অভিনয় করতেন নির্দিষ্ট কিছু অভিনেতা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পাল্টে গেছে। এখন খলনায়কের চরিত্রে মুখ্য অভিনেতাদেরই অভিনয় করতে দেখা যায়। আজ এমন ৭ অভিনেতাদের কথা জানবেন, যারা খলচরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
৯০ দশকের সিনেমাগুলি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন সেই সময় নায়কের সঙ্গে খলনায়কের লড়াই নিয়েই ছবি তৈরি হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পাল্টে গেছে। গল্পের খাতিরে এখন আলাদা করে খলনায়কের প্রয়োজন হয় না। খলনায়কের চরিত্রে এখন অভিনয় করেন তথাকথিত নায়করাই। আজ এমন ৭ নায়কের কথা আপনি জানবেন যাদের খলচরিত্রে দেখে মানুষ চমকে গিয়েছিল।
পদ্মাবত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শহিদ কাপুর। তবে আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। চরিত্রটিকে তিনি এতটাই হিংস্রভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, যা দেখে মানুষের গায়ে কাঁটা দিয়েছিল।
শাহরুখ শুধুমাত্র মুখ্য চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তা নয়, ‘ডর’ ছবিতে শাহরুখের অভিনয় রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল দর্শকদের। এছাড়াও ‘ডন টু’ ছবিতে একজন স্টাইলিশ অথচ নির্মম মাস্টারমাইন্ড খুনির চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন তিনি।
সদ্য মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত জাট। এই সিনেমায় সানি মুখ্য ভূমিকায় অভিনয় করলেও খলচরিত্রে রণদীপ হুদার অভিনয়ও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২০০৯ সালে বিশাল ভরদ্বাজ পরিচালিত কামিনে ছবিতে শাহিদ কাপুরের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। বহুদিন বাদে কোনও অভিনেতাকে এমন একটি দুর্দান্ত নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা।
দেবারা ছবিতে সাইফ আলি খান অভিনয় করেছিলেন নেগেটিভ চরিত্রে। যদিও এই প্রথমবার নয়, ওমকারা এবং লাল কাফতান ছবিতেও ভিলেন চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিলেন তিনি।
২.০ ছবিটি নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়ের পাশাপাশি ভিলেন চরিত্রে ভিকি কৌশলের অভিনয় বিশেষভাবে সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। একজন মাদকাসক্ত পুলিশের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।
অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের হিংস্রতা দেখে সিনেমা দেখে চোখ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন অনেক দর্শক। যদিও এটিকে সম্পূর্ণভাবে নেগেটিভ চরিত্র বলা যায় না। তবে সিনেমার দ্বিতীয় পর্বে নাকি রণবীরকে সত্যিই নেগেটিভ অভিনয় করতে দেখা যাবে।
