ছবি: ফেসবুক
|
ফলো করুন |
|
|---|---|
শুধু হইচই নয়, হইচই আনলিমিটেড। ছবিটির প্রমোশনে ব্যস্ত টালিউড হিরো দীপক অধিকারী দেব।
কলকাতার বাঙালির এবারের দুর্গাপূজা ‘হইচই আনলিমিটেড’ সঙ্গে নিয়ে করবেন বলে ঘোষণাও দিয়ে রেখেছিলেন তিনি।
তবে এ কী করলেন দেব! হইচই মুক্তির আগেই সেটে হইচই শুরু করে দিলেন তিনি।
শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে -মেজাজ হারিয়ে এক নবীন অভিনেতার ওপর চড়াও হয়েছেন দেব। শুধু মুখেই নয় ওই এলোপাথাড়ি চড় ঘুসি চালাচ্ছেন তিনি!
আশপাশের কলাকুশলীরা দেবকে সামলে নিচ্ছেন।
ভিডিওটি ভাইরাল হতে না হতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। নেটিজেনদের কেউ কেউ বলছেন, দেব থেকে এমনটা আশা করা অসম্ভবের কিছু নয়।
কেউ আবার নিজের মনের ক্ষোভ ঝেড়েছেন এভাবে, ‘দেব নায়ক হয়েছ কিন্তু মানুষ হওনি।’
অনেকই প্রশ্ন তুলেছেন কি হয়েছিল? কেন দেব মেজাজ হারালেন?
নেটিজেনদের একাংশ বলছেন, সে কথার আগে প্রশ্ন আসে এমন কাজ কি এত বড় তারকার সাজে?
ইতিমধ্যে ভিডিওটির শেয়ার ৯ হাজার ছাড়িয়ে।
তবে কিছু সিনেবিশেষজ্ঞদের মত, এটা হয়ত মুক্তির অপেক্ষায় দেবের ‘হইচই আনলিমিটেড’ ছবির একটি প্রচারণা।
সত্যিসত্যি দেব কারও গায়ে হাত তোলেন নি। এটি সিনেমার আনকাট কোনো দৃশ্য ছিল হয়ত।
চলুন দেখে নেয়া যাক ভাইরাল হওয়া সেটে দেবের সে হৈচৈ কাণ্ডটি:
প্রসঙ্গত, হৈচৈ আনলিমিটেডকে এ বছরের শারদীয় পূজার ঢালিউডের সব থেকে বড় আকষর্ণীয় বানিজ্যিক ছবি বলছেন সিনেপ্রেমীরা।
ইতিমধ্যেই দেব-কৌশানির ছবি হৈচৈ আনলিমিটেড এর প্রকাশিত দুটি গান ‘সুজন মাঝি রে’ আর ‘হবে রে হৈচৈ’ ভীষণ হিট।
ছবিটির মাধ্যমে হাসি, রোম্যান্স, এ্যকশন সবকিছুই একসঙ্গে দর্শকদের উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।
উজবেকিস্তানের বিভিন্ন মনোরম পরিবেশে শুট করা ছবিটি উজবেকিস্তানেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। রাশিয়াসহ আরও বেশকিছু দেশে মুক্তি পাবে ছবিটি।
